কালজয়ী সাহিত্যের স্রস্টা গোর্কির শবদেহ
শফি আহমেদ—ঔপন্যাসিক ম্যাক্সিম গোর্কি ১৮৬৮ সালের ২৮শে মার্চ রাশিয়ার নিঝনি নভোগর্দে জন্মগ্রহণ করেন। ম্যাক্সিম গোর্কি লেখকের ছদ্মনাম। ১৯০৬-১৩ এবং ১৯২১-২৯ সাল পর্যন্ত তিনি ইতালির ক্যাপ্রিতে প্রবাস জীবন কাটান। ন’বছর বয়সে গোর্কি অনাথ হয়ে যান। ১৮৮০ সালে তিনি বাড়ি ছেড়ে যান দাদির কাছে। পরে তিনি দাদির কাছেই বেড়ে ওঠেন গল্প শুনতে শুনতে। দাদির মৃত্যু তাকে শোকবিহ্বল করে তোলে। এ কারণে তিনি একবার আত্মহত্যার চেষ্টাও করেন। পরবর্তী পাঁচ বছর তিনি পদব্রজে রাশিয়ার বিভিন্ন স্থান ভ্রমণ করেন। এ সময় বিভিন্ন চাকরির অভিজ্ঞতা ও নানা ঘটনার স্মৃতি তার পরবর্তী সময়ের লেখালেখিতে প্রভাব ফেলে। রাজনৈতিক কারণে তাকে একাধিকবার কারাবরণ করতে হয়। ১৯০২ সালে লেনিনের সঙ্গে তার ব্যক্তিগত সখ্য গড়ে ওঠে। জীবনে বহু তিক্ত অভিজ্ঞতার অধিকারী গোর্কি চাকরি করতে গিয়ে প্রহৃত, লাঞ্ছিত হয়েছেন। অনেক সময় খাবারও জুটত না।ম্যাক্সিম গোর্কি মারা যান তখন জোসেফ স্ট্যালিন সোভিয়েতের ক্ষমতায় । বহন করে নিয়ে যাচ্ছেন কালজয়ী সাহিত্যের স্রস্টা গোর্কির শবদেহ ।