বুধবার, ১৯ জুন ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » বিএনপি করছেটা কি-এমন প্রশ্ন কি আপনারও?ড.আসাদুজ্জামান রিপন
বিএনপি করছেটা কি-এমন প্রশ্ন কি আপনারও?ড.আসাদুজ্জামান রিপন
পক্ষকাল ডেস্ক- ফেসবুক থেকে-
অনেকেই বলে থাকেন বিএনপি করছেটা কি?
৩০ ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর রাতেই ভোটের বাক্স ভরে ক্ষমতায় থাকা নিশ্চিত করে ফেললো। বিরোধী দল বলেছিল সকাল থেকেই ভোট কেন্দ্রে যাবেন, ভোট পাহারা দেবেন। জনগনের ভয়ে আগের রাতেই ডাকাতি করা শেষ!
এরপর ‘তৃতীয় মেয়াদ’ শুরু হলো, চলছেও! রাস্ট্রের প্রায় প্রতিটি স্তম্ভ তাদের করায়ত্ত- ভোটের আগে থেকেই। এমন অবস্থায় যত বড় টাকাওয়ালা বা কথিত লোকবলওয়ালা - যিনিই হোননা কেন- তিনি যে ভোটের মাঠে কত অসহায়, তা দেশের মানুষ দীর্ঘশ্বাস ফেলে অবলোকন করেছেন এমনকি নিজের ভোটটি দিতে না পেরেও।
তাহলে, কি হবে? এভাবেই চলবে? হ্যা, চলতে পারে, প্রতিবাদ গড়ে তুলতে না পারলে।
তবে এটাওতো সত্য এরকম একটা টোটালিটারিয়ান (একচ্ছত্র কর্তৃত্ববাদী) সরকারের সময় একা বিএনপির পক্ষে লড়াই করা খুবই কঠিন। আবার কঠিনও নয়। জনগনের কাছে বিশ্বাসযোগ্য পথ দেখানো দৃঢ়চেতা স্বাপ্নিক ( কল্পনাবিলাসী নয়) নেতৃত্ব এগিয়ে আসলেই তা সম্ভব। জনগণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে সামাজিক ন্যায়বিচার ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন ধারণ করে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের একটি সামাজিক - গনতান্ত্রিক আন্দোলনই বর্তমানের এই অচলায়তন ভেঙে দিতে পারে।
এই দায়িত্ব আমার, আপনার সবার। কারন বিএনপি শুধু সংকটে নয়, সংকটে কিন্তু পুরো দেশ জাতি।