বুধবার, ১৯ জুন ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » আজ মাক্সিম গোর্কি’র ৮২তম মৃত্যুবার্ষিকী
আজ মাক্সিম গোর্কি’র ৮২তম মৃত্যুবার্ষিকী
মনিরুজ্জামান খান–
১৮ জুন, বিখ্যাত রুশ ঔপন্যাসিক, নাট্যকার ও রাজনৈতিক লেখক মাক্সিম গোর্কি’র ৮২তম মৃত্যুবার্ষিকী। তাঁর আসল নাম আলেক্সেই ম্যাক্সিমোভিচ পেশকভ। মাক্সিম গোর্কি নামে তিনি সমধিক পরিচিত। তিনি নিজেই তাঁর সাহিত্যক ছদ্মনাম হিসেবে মাক্সিম গোর্কি নামকে বেছে নেন। গোর্কি শব্দের অর্থ তিক্ত বা তেতো। আক্ষরিক অর্থেও তিনি তা-ই ছিলেন। তাঁর লেখায় সবসময় ফুটে উঠেছে তিক্ত সত্য। রাশিয়ার জনজীবনের নিষ্ঠুর বাস্তবতাকে তিনি কলমের মধ্য দিয়ে তুলে ধরেছিলেন বিশ্ববাসীর সামনে। অকুতোভয় বীরের মতো জার সাম্রাজ্যের শাসকদের বিরুদ্ধে লড়ে গেছেন তাঁর লেখনীর মধ্য দিয়ে। তাকে সোশালিস্ট রিয়ালিস্ট ধারার সাহিত্যের অন্যতম প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। লেখনীর কারণে জীবনে বহুবার জার শাসকের রোষানলে পড়েছিলেন গোর্কি। বারবার তাঁকে কারাববরণও করতে হয়েছে। আবারও গ্রেপ্তার হতে পারেন এমন খবর জানতে পেরে দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি। অবশেষে তিনি জার্মানি ও ফ্রান্স হয়ে পাড়ি জমান আমেরিকায়। ১৯০৭ সালে সেখানে বসেই তিনি রচনা করেন তাঁর বিশ্ববিখ্যাত উপন্যাস ‘মা’। গোর্কির অনেক বিখ্যাত রচনার মধ্যে ‘মা’ একটি কালজয়ী উপন্যাস। ‘মা’ উপন্যাস লিখে তিনি উঠে আসেন জনপ্রিয়তার শীর্ষে। নাম লেখান অমরত্বের খাতায়। ‘মা’ ছাড়াও ম্যাক্সিম গোর্কির উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে আমার ছেলে বেলা, পৃথিবীর পথে , পৃথিবীর পাঠশালা সহ অনেক কালজয়ী উপন্যাস । বিশ্বখ্যাত এই লেখক ১৯৩৬ সালের ১৮ জুন মৃত্যুবরণ করেন।কপি