শুক্রবার, ৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বাম গণতান্ত্রিকজোটের হরতালের প্রতি অর্ধশতাধিক সাবেক ছাত্রনেতাদের সমর্থন
বাম গণতান্ত্রিকজোটের হরতালের প্রতি অর্ধশতাধিক সাবেক ছাত্রনেতাদের সমর্থন
পক্ষকাল সংবাদ-
সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ মতোবিনিময় করে ও সারাদেশের সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে আলোচনাক্রমে বাংলাদেশ ছাত্রলীগের(জাসদ) সাবেক অর্ধ শতাধিক ছাত্রনেতা আগামী ৭ইজুলাই গ্যাসের মুল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন বাম গনতান্ত্রিক জোট,প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আহুত হরতালের প্রতি সমর্থন ঘোষনা করার সিদ্ধান্ত নিয়েছে । গতকাল তারা এক বিবৃতিতে বলেন
আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে গৃহস্থালী সংযোগসহ সকল ধরনের সংযোগ ও ব্যবহারে গ্যাসের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাপন ব্যয় বৃদ্ধি করবে। গ্যাস খাতের সংস্কার না করা, দুর্নীতি ও অপচয় এবং এলএনজি আমদানিতে বাড়তি মূল্য দেয়ার দায় সাধারণ মানুষের উপর চাপানোর আমরা তীব্র প্রতিবাদ জানাই। ।সংসদে বাজেট পাশের আগেই গ্যাসের দাম ৩৩% বাড়িয়ে দেয়া হলো। এর ফলে কেবলমাত্র গৃহস্থালিতেই প্রভাব পড়বে না, যানবাহন-পরিবহন, শিল্পখাত ও বিদ্যুৎখাতসহ সব ক্ষেত্রই দাম বেড়ে যাবে। এই দাম বৃদ্ধির প্রভাব গরিব-মধ্যবিত্তের উপর চরম চাপ সৃষ্টি করবে।।
ভোক্তাপর্যায়ে গ্যাসের দাম প্রায় ৩৩ শতাংশ বাড়ানোয় মাথাপিছু মাসিক খরচ ৩ থেকে ৫ হাজার টাকা বাড়তে পারে। কোনো ক্ষেত্রে আরও বেশি বাড়তে পারে। বাড়িভাড়া, রেস্টুরেন্টে খাওয়া, পরিবহন ও নিত্যপণ্যের দাম বেড়ে অতিরিক্ত খরচ যোগ হবে। গ্যাসের এই মূল্য বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষ থেকে নিম্নবিত্তরা বেশি চাপে পড়বে।
অযৌক্তিক অন্যায়ভাবে স্বেচ্ছাচার,স্বৈরাচারী সরকারী সিদ্ধান্ত আমজনতার ভোগান্তি সৃষ্টির জন্য গ্যাসে মুল্য ৩৩% বৃদ্ধির প্রতিবাদে আগামী ৭ জুলাই বিভিন্ন বাম গনতান্ত্রিক জোট,প্রগতিশীল গনতান্ত্রিক মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি স্বৈরাচারী সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে আহুত হরতালের প্রতি পুর্ন সমর্থন এবং রাজপথে নেমে হরতাল পালনের ঘোষনা করছি।।”
বিবৃতিদাতারা হলেন
১) কামালউদ্দিন আহমেদ সাবেক ভিপি তীতুমীর কলেজ।
২) বাদল খান সাবেকসদস্য কেন্দ্রীয় কমিটি।
৩) বাহারুল হাসান সবুজ সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর
৪) ফজলুর রহমান মুরাদ সাবেক সভাপতি সলিমুল্লাহ হল
৫)ত্বহা মুরাদ সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর।
৬) মকলেসুর রহমান মুকুল সাবেক সভাপতি রাজশাহী মহানগর
৭) কামালউদ্দিন পাটোয়ারি সাবেক সভাপতি, ঢাকা মহানগর
৮) এড বেলায়েত হোসেন সাবেক সভাপতি লক্ষিপুর জেলা
৯) সা কা ম আনিসুর রহমান কামাল সাবেক সভাপতি রাজশাহী বিশ্ব বিদ্যালয়।
১০) আখতারুজ্জামান সাবেক সভাপতি সিরাজগঞ্জ জেলা কমিটি।
১০) ফজলুর রহমান খুররম ( ঝিনাইদহ) সাবেক সদস্য কেন্দ্রীয় কমিটি
১১) শফিকুল ইসলাম কাজল সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়।
১২) মনিরুজ্জামান খান সাবেক ছাত্রনেতা ( হবিগঞ্জ)
১৩) গোলাম মোস্তফা ঠান্ডু সাবেক সভাপতি বগুড়া জেলা শাখা।
১৪)সেলিনা সুলতানা শিলু -সাবেক এজিএস ও শিক্ষা, সাহিত্য, সমাজকল্যাণ সম্পাদিকা!
সভানেত্রী, বাংলাদেশ ছাত্রলীগ,বাজিতপুর রাজ্জাক -উন -নিসা বালিকা উচ্চ বিদ্যালয়!
সহ- সভানেত্রী, বাজিতপুর পৌরসভা!
১৫) পরিতোষ কুমার
১৬) সাব্বির হোসেন
১৭) শহীদুল ইসলাম
১৮) শহিদুল হক
১৯) জিয়াউল হক
২০) মোশাররফ হোসেন।
২১)গৌতম রায়।সাবেক সভাপতি রংপরু
২২) সাব্বির আহম্মেদ, সাবেক সভাপতি রংপর
২৩) আব্দুস সামাদ,সাবেক ছাত্রনেতা, রংপুর
২৪) মোস্তফা জামান রনি।সাবেক ছাত্রনেতা রংপুর
২৫) আখতারুজ্জামান মওলা,সাবেক ছাত্রনেতা রংপুর
২৬) জাবিদ হোসেন।সাবেক ছাত্রনেতা রংপুর
২৭) কামরুল ইসলাম সাবেক সদস্য কেন্দ্রীয় কমিটি
২৮) সৈয়দ সাদুল্লাহ রুমী সাবেক ছাত্রনেতা
২৯) ফারুক হাসান সাবেক ছাত্রনেতা ঢাঃবিশ্ববিদ্যালয়।
৩০) জিয়া খন্দকার সাবেক ভিপি, মতিঝিল টিএন্ডটি কলেজ, ঢাকা। সাহিত্য সম্পাদক, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।
৩১) মোঃ রায়হানুর রহমান সাবেক সদস্য কেন্দ্রীয় কমিটি ও সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৩২) রনি চৌধুরী, সাবেক ছাত্রনেতা হবিগঞ্জ সদর,হবিগঞ্জ
৩৩) রেজাঊল বারি ডিপন সাবেক ছাত্রনেতা বগুড়া।
৩৪) হাবীব বাবুল, সাবেক ছাত্রলীগ নেতা, ঢাকা জেলা ।
৩৫) সিকদার গিয়াসউদ্দিন সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর।
৩৬) সৈয়দ এলাহি হক( সেলু) সাবেক ছাত্রনেতা মৌলভীবাজার।
৩৭) মেসবাহউদ্দিন বাদল সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়।
৩৮) মোহাম্মদ ইলিয়াছ মিয়া সাবেক সভাপতি ছাত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলা।
৩৯) সিকদার মোঃ নিজাম, সাবেক সভাপতি বরিশাল জেলা শাখা।
৪০) এস এম বাবুল সাবেক সাধারন সম্পাদক, ময়মনসিংহ জেলা শাখা।
৪১) শহীদুজ্জামান সিরু সাবেক ছাত্রনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়
৪২) মনিরুজ্জামান বাচ্চু সাবেক ছাত্রনেতা।
৪৩) হুমায়ুন কবির সাবেক ছাত্রনেতা।
৪৪) আরোজ আলী চৌধুরী সাবেক ছাত্রনেতা।
৪৫) মনিরুল হক সাবেক ছাত্রনেতা।
৪৬) সাইফুল আকতার সাবেক ছাত্রনেতা।
৪৭) দেলোয়ার হোসেন সাবেক ছাত্রনেতা
৪৮)জাহাঙ্গীর আলোম সাবেক সাঃ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয়,
কুষ্টিয়া।
৪৯) আব্দুল মজিদ সাবেক ছাত্রনেতা।
৫০) খালেদ হায়াত সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম।
৫১) এম এ রশিদ সাবেক সাধারন সম্পাদক পাবনা জেলা
৫২) মোঃ নুরুল আমিন সাবেক ছাত্রনেতা।
৫৩) মোস্তাফিজুর রহমান সাবেক ছাত্রনেতা।
৫৪) জহিরুল আলম বাবর সাবেক সদস্য কেন্দ্রীয় কমিটি।
৫৫) আব্দুল হান্নান সাবেক ছাত্রনেতা।।
প্রমুখ নেতৃবৃন্দ।