বাংলাদেশের ১০টি জেলা বন্যা কবলিত
পক্ষকাল ডেস্ক সংবাদ-
বাংলাদেশে টানা বৃষ্টি আর উজানের পানির ঢলে বিভিন্ন স্থানের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা, কুশিয়ারা, খোয়াই, সাঙ্গু, সোমেশ্বরী, তিস্তাসহ কয়েকটি নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পুর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, যমুনার পানি আরো বাড়বে। ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এ পর্যন্ত ১০টি জেলা বন্যা কবলিত হয়েছে। দুই-তিন দিনের মধ্যে আরো কয়েকটি জেলা বন্যা কবলিত হতে পারে। ৩৫ জেলায় আগাম প্রস্তুতি নেয়া হয়েছে।
বন্যা পুর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উর্ধ্বতন প্রকৌশলী আরিফুজ্জামান বলেন, দেশের অর্ধেক এলাকা বন্যাকবলিত হতে পারে। বন্যাকবলিত এলাকার হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঐ সব এলাকাগুলোতে খাবার, খাবার পানির সংকট দেখা যাচ্ছে। বহু স্থানে সড়ক যোগাযোগ ব্যহত হচ্ছে।
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।