শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

Daily Pokkhokal
সোমবার, ১৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ » প্রজন্মের মতান্তর
প্রথম পাতা » অপরাধ » প্রজন্মের মতান্তর
৩০২ বার পঠিত
সোমবার, ১৫ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রজন্মের মতান্তর

আহমেদ ফজলুর রহমান—

সামাজিক যোগাযোগ মাধ্যমের বর্তমান সময়ের আলোচিত চরিত্র সাবেক সামরিক শাসক সৈরাচার খ্যাত হোসেন মোঃ এরশাদ। তার মৃত্যুর পরে জাতি দ্বিধাবিভক্ত।তার ক্রীতকর্ম নিয়ে দুই প্রজন্ম দুই জাতীয় মন্তব্য করছে।এরশাদের ক্ষমতা দখল তার ৯ বছরের সামরিক সৈরাচারী শাসন জাফর,জয়নাল,দীপালি সাহা,তাজুল,বসুনিয়া,শাহজাহান সিরাজ,ডাঃ মিলনের হত্যাকারী হিসাবে ৯০ দশকের ছাত্র আন্দোলন এবং এর নেতৃত্বদানকারী ছাত্রসমাজ এরশাদকে বলছেন সৈরাচার আর এই আন্দোলনকে পুজি করে যে রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতার সুবিধা নিয়েছেন তারাই বলছেন এরশাদ বড় ভালো লোক ছিলেন। তিনি খুবই সজ্জন ও বিনয়ী ছিলেন।
তাদের আজকের কথা থেকেই মনে হচ্ছে তারা কেউ ৯০য়ের গন অভ্যুত্থানের পক্ষে ছিলেন না।তারা শুধুমাত্র ছাত্রসমাজের আন্দোলনের সুফলটা ভোগ করেছেন।আজকের রাজনৈতিক নেতৃবৃন্দের আচরন আর এরশাদ ভক্তি দেখে স্পষ্টীকৃত হয়েছে যে তারা একসময় এরশাদের কাছে থেকে সুবিধাভোগী ছিলেন।।তাদের বিরুদ্ধে উত্তরপাড়ার কানেকশন শুধুমাত্র প্রচারণা নয় সঠিক ছিলো।

আজকে ৯০য়ের ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছিলো তারাও স্তম্ভিত। রাজনৈতিক নেতাদের আহাজারি দেখে তারাও বুঝতে পারছে কেন তিন জোটের রুপ রেখা বাস্তবায়ন হয় নি।কেন রাষ্ট্রধর্ম আজও বহাল।কেন সৈরাচারের কোন বিচার হয় নি। সে দিন এই রাজনৈতিক নেতৃত্ব অত্যন্ত সু কৌশলে তাদের সুবিধার ঋন শোধ করতে ছাত্রজনতার রুদ্ররোষ থেকে এরশাদকে বাচাতেই তাকে কারারুদ্ধ করেছিল।আজকে জাফর জয়নাল দীপালি, সেলিম,দেলোয়ার তাজুল,বসুনিয়া শাহজাহান সিরাজ, নুর হোসেন ডাঃ মিলনের প্রজন্মকে ভাবতে হবে সেদিনের রাজনৈতিক নেতৃবৃন্দের ভুমিকা ছিলো লোক দেখানো অভিনয়। সেইদিনের ছাত্রগন অভ্যুত্থানেের প্রতি এই সব নেতৃত্বের নুন্যতম সমর্থন বা কার্যকর সহায়তা ছিলো না।তারা ছিলেন শুধুমাত্র আন্দোলনের সুবিধাভোগী।

যারা আজকে সৈরাচার এরশাদের কফিনে ফুল দিয়ে শোকবানী দিচ্ছেন সেই নেতৃত্বে কি অধিকার আছে নুরহোসেন বা ডাঃ মিলনের কবরে ফুল দেবার।তাদের কি অধিকার আছে ঘটা করে শহীদ মিলন দিবসের আলোচনায় বক্তৃতা দেবার।

যারা এরশাদকে চারদলীয় জোট করেছিলেন বা মহাজোট করে বিশেষ দুত বা বিরোধীদলীয় নেতা বানিয়ে ছিলেন তারাই আজ ফলাও করে বলছেন হোসেন মোঃ এরশাদ বড় ভালো লোক ছিলেন।তিনি ছিলেন অমায়িক মার্জিত ও ভদ্রজন। কি সুন্দর বাক্যলাপ।তাহলে সৈরাচার কে ছিলো? এদেশের ছাত্রজনতা কি সেদিন ভুল বা অন্যায় করেছিল।তাই যদি ছাত্রনেতৃত্ব করে থাকে তবে আকতারুজজাম,মনিরউদ্দিন আহমেদ, আবুল হাসিব খান নাজমুল হক প্রধান,শফি আহমেদ ডাঃ মোসতাক,হাবিবুর রহমান হাবিবসহ যারা ছিলেন তাদেরকে বিচারের আওতাভুক্ত করা উচিৎ।

আজকের দুই প্রজন্মের এই বক্তব্য থেকেই স্পষ্ট হয় আমাদের পুর্ববর্তী প্রজন্ম আমাদের প্রজন্মকে ধারন করেন না।আজকের সমাজ রাজনীতি সব বিষয়েই একই অবস্থা। পুর্ববর্তী প্রজন্মকে সাথে রেখে আর সামনে এগুনোর কোন সুযোগ নেই। আমাদের প্রজন্মকে সামনে এগুতে হলে পুর্ববর্তী প্রজন্মকে বাদ দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকেই সাথে নিতে হবে।।



এ পাতার আরও খবর

রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে
ধর্ষণের অভিযোগের মুখে ট্রাম্পের সমর্থনের পক্ষে ন্যান্সি মেস, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার ধর্ষণের অভিযোগের মুখে ট্রাম্পের সমর্থনের পক্ষে ন্যান্সি মেস, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার
সংসদে বিএনপির নিবন্ধন বাতিলের দাবি তুললেন নিখিল সংসদে বিএনপির নিবন্ধন বাতিলের দাবি তুললেন নিখিল
চোরাই অটো রিক্সাও ব্যাটারিসহ ২ জনকে আটক করেছেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। চোরাই অটো রিক্সাও ব্যাটারিসহ ২ জনকে আটক করেছেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা
সীমান্তের ওপার থেকে আসা গোলার আঘাতে দুই জন নিহত সীমান্তের ওপার থেকে আসা গোলার আঘাতে দুই জন নিহত
বর্ডারগার্ড (বিজিবি) সদস্যদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ডারগার্ড (বিজিবি) সদস্যদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)