শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি | ব্রেকিং নিউজ » গাজীপুরে ‘বনভূমি দখলে শীর্ষে যারা’
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি | ব্রেকিং নিউজ » গাজীপুরে ‘বনভূমি দখলে শীর্ষে যারা’
৩০৭ বার পঠিত
মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ‘বনভূমি দখলে শীর্ষে যারা’

পক্ষকাল ডেস্ক : গাজীপুরে বনভূমি রয়েছে ৫৩ হাজার ৬৭১ দশমিক ৮৯ একর। আরএস (রিভিশনাল সার্ভে) রেকর্ড মূলে রয়েছে ৪৬ হাজার ২২৩ দশমিক ২৫ একর বনভূমি। এর মধ্যে ১১ হাজার ৬৫৬ দশমিক ৪৭ একর ভূমি দখলদারদের হাতে চলে গেছে। শিল্পপ্রতিষ্ঠান, তৈরি পোশাক কারখানা ও করপোরেট প্রতিষ্ঠান বনভূমি দখলদারদের তালিকায় শীর্ষে রয়েছে।

প্রথম পর্ব : দখলে নিয়ে ‘বেচে দিচ্ছে গাজীপুরের বনভূমি’

নামিদামি প্রতিষ্ঠান ও প্রভাবশালী ব্যক্তিদের এ দখলদারির কারণে সুবিশাল এই ভাওয়াল বন একদিকে সংকুচিত হয়ে যাচ্ছে, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সরকারের লড়াইকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। খোদ বনকর্তারা আর্থিক সুবিধা নিয়ে বনভূমি দখলদারদের হাতে তুলে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। যোগফলের অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে চতুর্থ পর্ব।

তৃতীয় পর্ব : গাজীপুরে ‘বনের চেক স্টেশনও’ বেদখল!

গাজীপুরের শাল বন এলাকায় ১৫৫ জন চিহ্নিত ভূমি দখলদার রয়েছে। যাদের হাতে ২০১৬ সাল পর্যন্ত ৫৫৬ দশমিক ২৮ একর ভূমি দখল হয়েছে।

বনভূমি দখলকারীরা হলো : পানাস অটো ক্রিয়েশন লিমিটেড, ম্যাকডোনাল্ড বাংলাদেশ লিমিটেড, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, ওয়ান্ডারল্যান্ড টয়স লিমিটেড, বিসিডিএস (ব্র্যাক), বেন্টলি সোয়েটার ইন্ডাস্ট্রি লিমিটেড, গিভেনসি অ্যাকসেসরিজ গার্মেন্টস লিমিটেড, এডিআই অ্যাকুয়া প্রাইভেট লিমিটেড, ক্লাসিক ফ্যাশন লিমিটেড, ওয়ান ডেনিম-ওয়ান স্পিনিং লিমিটেড, অ্যারিজমা গার্মেন্টস লিমিটেড, শরিফবাড়ী খামার (সিলভার ফরেস্ট), হলোগ্রাম বাংলাদেশ লিমিটেড, এপিলিয়ন স্টাইল লিমিটেড, আদি অ্যাগ্রো ফার্ম, এক্স ফার্মিকা, অ্যারিস্টোফার্মা, টিডেকে জিপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসএম নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিজি কালেকশন লিমিটেড, নুর পোল্ট্রি কমপ্লেক্স, বাংলাদেশ মেজ প্রডাক্ট, আইভিন্স টেক্স লিমিটেড, তিতাস স্কিং লিমিটেড, বেঙ্গল গার্মেন্টস লিমিটেড, মালা পোল্ট্রি ফার্ম, মাজকাত পোল্ট্রি ফার্ম, টিএস ট্রান্সফরমার লিমিটেড, ন্যাশানাল ফিড লিমিটেড, মডার্ন ফিড লিমিটেড, লিথি গ্রুপ, প্যারাগন পোল্ট্রি লিমিটেড, স্ক্রিন গ্রাফ, গরডন স্টিল মিলস, মোশারফ কম্পোজিট লিমিটেড, প্যাকলিন লিমিটেড, নিস্বর্গ পিকনিট স্পট, আর্টিজান সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সজনি ফিল্ম সোসাইটি, বিটি লিমিটেড, মিলেনিয়াম স্টিল মিলস লিমিটেড, কুইন্স পোল্ট্রি ফার্ম, ওমনি অ্যাগ্রো কমপ্লেক্স, ঢাকা ফিশারিজ, র‌্যাডিয়াম অ্যাকসেসরিজ, নির্জনা অ্যাপারেলস, গোলাম কিবরিয়া ফিশ ফার্ম, ইনডেক্স কনস্ট্রাকশন, নাজ বাংলাদেশ, শাহবা ইয়ার্ন, এটিআই সিরামিক, গিভেন্সি ডেনিমস, নেসলে বাংলাদেশ, গ্রিন টেক রিসোর্ট, সাত্তার টেক্স মিলস, নির্মলা বারোই, এম/এস আহসান কম্পোজিট, জালাল টেক্সটাইল মিলস, শিপি কুঞ্জ পিকনিক স্পট, শিহাব জুট মিলস, সোহাগ পল্লী স্পট, সমাহার, ক্যাসেন্দা কালারস, ফার ইস্ট কম্পানি লিমিটেড, মদিনা ট্যাংক, আজিজ ইন্টারন্যাশনাল, হারদি টেক্সটাইল, নায়াগ্রা টেক্সটাইল, হাজি মিলস, ফেয়ার ট্রেড লিমিটেড, পাশা মিলস, করোনি কম্পোজিট লিমিটেড, শামসুদ্দিন স্পিনিং মিলস, রহমত টেক্সটাইল মিলস, হাইড-অক্সাইড লিমিটেড, চৌধুরী মনোয়ার উদ্দিন সিদ্দিকী, হানিফ স্পিনিং মিলস, এনএম টেক্সটাইল, কোকোলা ফুড প্রডাক্টস, লেভিস টেক্সটাইল, এম এ ওয়াহিদ ব্রিকস, ভিসতোরিয়া টেক্সটাইল, ইকো মিলস প্রডাক্টস, প্যারামাউন্ট টেক্সটাইলস, গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রি, সোলার সিরামিকস, ইকো কটন মিলস, ভাওয়াল ইন্ডাস্ট্রিজ লিমিটেড অ্যান্ড ট্রেড, ট্রেড ম্যানেজমেন্ট করপোরেশন, ওনটেক্স লিমিটেড, হাউ আর ইউ, অরণ্য কুটির, মিতা টেক্সটাইল, মেঘনা কম্পোজিট, জুবায়ের স্পিনিং মিল, দ্য সোয়েটার, আরএকে সিরামিক, রসুয়া স্পিনিং মিলস, রিদিশা গার্মেন্টস, দুলাল ব্রাদার্স ডিফেন্স গ্রুপ, হংকং সাংহাই মাংগেলা টেক্সটাইল, অটো স্পিনিং মিলস, মনু ফিডস লিমিটেড, গোলাম মাহিদ মনসুর, মামুন প্রোপাইটর এইচ পাওয়ার, হোম ডিজাইন লিমিটেড, আকন্দ গার্ডেন, ডিএম অ্যাগ্রো কমপ্লেক্স, কুঞ্জ বীথি, বাংলাদেশ বিল্ডিং সিমেন্ট লিমিটেড, আলিফ অটো ব্রিকস, আল-নুর হ্যাচারি, ফয়সাল অ্যান্ড ফাহাদ ব্যাগ ইন্ডাস্ট্রিজ, চায়না-বাংলা প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং, প্রাইম ফার্মাসিউটিক্যালস, এইচএস অ্যাগ্রো পোল্ট্রি, রেক্স অটো ব্রিকস, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস, শিশু পল্লী প্রবাস, ম্যাগ হ্যাচারি, ডিবিএল লিমিটেড, এমওএম লন্ড্রি কমপ্লেক্স, ওয়ারবিট স্টিল বিল্ডিং, ডানা গ্রুপ, সান পাওয়ার সিরামিকস, খলিল গ্রুপ, মাসুমা গার্মেন্টস, জেসন অ্যাগ্রোভেট, গিভেন্সি গ্রুপ, ফার সিরামিকস, গ্যালাক্সি লিমিটেড, হুয়া থাই সিরামিকস, সুলতানা ডাইং, ফু-ওয়াং গ্রুপস লিমিটেড, চাং-ফুং অ্যাপারেলস লিমিটেড, মাসুমা খাতুন গার্মেন্টস, হোতাপাড়া গার্মেন্টস, স্যাং কোয়াং অ্যাপারেলস লিমিটেড, কমিউনিটি বেসজ ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট, আরণ্যক বাংলো, জাহানারা বেগম ও অন্যান্য এবং ইতেমাদ উদ দৌলা।

সুত্র-যোগফল



এ পাতার আরও খবর

রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে
ধর্ষণের অভিযোগের মুখে ট্রাম্পের সমর্থনের পক্ষে ন্যান্সি মেস, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার ধর্ষণের অভিযোগের মুখে ট্রাম্পের সমর্থনের পক্ষে ন্যান্সি মেস, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার
সংসদে বিএনপির নিবন্ধন বাতিলের দাবি তুললেন নিখিল সংসদে বিএনপির নিবন্ধন বাতিলের দাবি তুললেন নিখিল
চোরাই অটো রিক্সাও ব্যাটারিসহ ২ জনকে আটক করেছেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। চোরাই অটো রিক্সাও ব্যাটারিসহ ২ জনকে আটক করেছেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা
সীমান্তের ওপার থেকে আসা গোলার আঘাতে দুই জন নিহত সীমান্তের ওপার থেকে আসা গোলার আঘাতে দুই জন নিহত
বর্ডারগার্ড (বিজিবি) সদস্যদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ডারগার্ড (বিজিবি) সদস্যদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)