বুধবার, ১৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » শেখ হাসিনার কারান্তরীন দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার কারান্তরীন দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত
১৬/৬/২০১৯ মঙ্গলবার রাতে বেইলি রোডের মিনিস্টার্স এপার্টমেন্ট ভবনে গনতন্ত্রের মানসকন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারান্তরীন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে । উক্ত সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতির পিতা বঙ্গনন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ।
এসময় তিনি বলেন, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে কারান্তরীণ করে মূলত: গনতন্ত্রকেই কারান্তরীন করা হয় । তৎকালীন অনির্বাচিত ও অবৈধ সরকারই এই কাজটি করেছিল । দেশের জনগন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রচেষ্টায় জননেত্রী শেখ হাসিনা মুক্ত হয়েছেন । তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করছেন যার সুফল আজ দেশের আপাময় জনগন ভোগ করছে । দেশের উন্নয়ন, কল্যাণ ও জনগনের ভাগ্য উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি দেশের জনগন ও দলীয় কর্মীদের আহ্বান জানান ।
আলোচনা সভায় ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মানিকুজ্জামান বলেন, জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা কারান্তরীনের সময় আমি আমেরিকায় কর্মরত ছিলাম। গণতন্ত্রের মানসকন্যাকে যখন অবৈধভাবে তৎকালীন অবৈধ সরকার অন্তরীন করে রেখেছে, দেশের গনতন্ত্র যখন বিপন্ন, সেই সময় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের পরামর্শক্রমে দেশে এসে জননেত্রীর মুক্তি, অবৈধ সরকারকে উৎখাত ও গনতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করেছি । ছাত্রাবস্থায় জাতির পিতার স্মৃতি বিজড়িত বেকার হোস্টেল এর ২৪ নম্বর রুমটিতে থাকার সৌভাগ্য লাভ করায় অনুপ্রাণিত হয়ে জাতির পিতা ফাউন্ডেশনের কর্মী হিসাবে কাজ করে নিজেকে ধন্য মনে করছি ।
সভায় বক্তব্য রাখেন প্রফেসর রোকেয়া বেগম, চিত্রনায়িকা অঞ্জনা, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল বাকি, এডভোকেট কামরুজ্জামান, ডাঃ শেখ শহীদুল্লাহ, ও মুরাদ হোসেন প্রমুখ ।