বুধবার, ১৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জাতির পিতা ফাউন্ডেশনের সভাপতি নির্বাচিত
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জাতির পিতা ফাউন্ডেশনের সভাপতি নির্বাচিত
পক্ষকাল সংবাদ : ১৭ জুলাই ২০১৯, বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। এ সংগঠনের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোঃ মানিকুজ্জামান। তিনি বাংলাদেশ উদ্যোক্তা সংস্থা এবং বাংলাদেশ আমেরিকান কম্পিউটার ফোরামের ফাউন্ডার ও প্রেসিডেন্ট । গত মঙ্গলবার রাতে বেইলি রোডের মিনিস্টার্স এপার্টমেন্ট ভবনে সংগঠনের সদস্যবৃন্দ নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ।