বুধবার, ১৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » গুলিতে মরল রাজমিস্ত্রি - পিস্তল ওয়ার্ডের কাউন্সিলর শামিমের
গুলিতে মরল রাজমিস্ত্রি - পিস্তল ওয়ার্ডের কাউন্সিলর শামিমের
পক্ষকাল ডেস্ক সংবাদ-
ঢাকার তেজগাঁও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম হাসানের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে তার পিস্তলের গুলিতে এক রাজমিস্ত্রি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শামীম ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
নিহতের নাম ওবায়দুল ইসলাম (৩০)। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের চিলমারীতে। তিনি শামীমের গ্রামের বাড়িতে ঘর নির্মাণকাজের তদারকির দায়িত্বে ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার রাতে কাউন্সিলর শামীম প্রথমে গ্রামের বাড়িতে যাওয়ার কথাই অস্বীকার করেন। তবে পরে স্বীকার করে তিনি বলেন, সেখানে তার বাড়ির নির্মাণকাজ চলছে। নির্মাণ শ্রমিকদের টাকা দিতে গিয়েছিলেন।
তিনি বলেন, “ওবায়দুলকে টাকা দিয়েই ঢাকায় চলে আসি। পরে (ওবায়দুলের গুলিবিদ্ধ হওয়ার খবর) শুনে হাসপাতালে যাই।”
আপনার অস্ত্রেই ওবায়দুল গুলিবিদ্ধ হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে শামীম বলেন, “কার অস্ত্রের গুলিতে খুন হয়েছে, তা তদন্ত করে বের করবে পুলিশ। এজন্য খুব শিগগিরই অস্ত্র সিরাজদিখান থানায় জমা দেওয়া হবে। গুলিটা কে করল, এটা আমাকে জানতে হবে।”
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদউদ্দিন মঙ্গলবার রাতে বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওবায়দুল গুলিবিদ্ধ হলে ইউনুসসহ তিন ব্যক্তি তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। তার গলায় এবং পেটে গুলি লাগে। রাত পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, কুড়িগ্রামের বাসিন্দা ওবায়দুল একজন রাজমিস্ত্রি হলেও শামীম হাসানের নির্মাণাধীন বাড়ির তদারকির কাজ করতেন।
ওসি বলেন, যে পিস্তলের গুলিতে ওই ব্যক্তি খুন হয়েছেন, ওই অস্ত্রটি ওই আওয়ামী লীগ নেতারই বলে পুলিশের ধারণা করছে।
ওবায়দুল কীভাবে গুলিবিদ্ধ হন- এমন প্রশ্নে তিনি বলেন, “শোনা গেছে নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ওবায়দুল। ইসমাইল নামের একজনকে (ওই গ্রামেরই) ধরতে পারলে বিষয়টি পরিষ্কার হবে। আমরা ইসমাইলকে ধরার এবং অস্ত্র উদ্ধারের চেষ্টা করছি।”
অস্ত্রটি কার জানতে চাইলে ওসি বলেন, “আমরা ধারণা করছি, অস্ত্রটি শামীম সাহেবের। তবে কে গুলি ছুড়েছে, তার মুখ থেকে না বলা পর্যন্ত জানা যাবে না। আর ঘটনার প্রত্যক্ষদর্শী কোনো লোক নেই। ইসমাইল গ্রেপ্তার হলে বলা যাবে অস্ত্রটি তার নাকি অন্য কারও।”
তবে কাউন্সিলর শামীমের বৈধ অস্ত্র রয়েছে। তদন্তের স্বার্থে তা পুলিশের কাছে জমা দিতে প্রস্তুত বলেও তিনি জানান।
সুত্র-দেশ রুপান্তর