খুলনা টাইটান্সে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ওয়াটসন
পক্ষকাল সংবাদ-
এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে খুলনা টাইটান্সের হয়ে খেলবেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘শেন ওয়াটসনকে ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত করতে পেরে খুলনা টাইটান্স আনন্দিত।’ এছাড়া ওয়াটসনও বিপিএলে খুলনায় যোগ দিতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শেষ পর্যন্ত বিপিএলে সুযোগ পাওয়াটাকে বিশেষ কিছু বলেই মন্তব্য করেছেন তিনি।
গত এপ্রিলে বিগ ব্যাশ লীগ থেকে অবসর নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন ওয়াটসন। ডানহাতি অলরাউন্ডার এবার আসছেন বাংলাদেশের ক্রিকেট মাতাতে। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার বিপিএলের পরবর্তী মৌসুমে খেলবেন খুলনা টাইটান্সের পক্ষে। বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনা পরিচালক ইনাম আহমেদ বলেন, ‘অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন খুলনা টাইটান্সের সরাসরি বিদেশী চুক্তির একজন হিসেবে বিপিএলের ২০১৯-২০ মৌসুম খেলবেন। ফ্র্যাঞ্চাইজিতে শেন ওয়াটসন যোগ দিতে যাচ্ছেন, খুলনা টাইটান্সের জন্য এটা রোমাঞ্চকর। তিনি সত্যিকারের একজন চ্যাম্পিয়ন, তার দেশ ও ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে অনেক শিরোপা জিতেছেন। তার অভিজ্ঞতা ও জয়ের মানসিকতা দলে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। আশাকরি শেন আমাদের শিরোপা জেতাতে দারুণ অবদান রাখবেন, যেটার জন্য আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’
২০১৬ ও ২০১৭ সালে টানা দুটি প্লে-অফ খেলা খুলনা সর্বশেষ আসরে লীগপর্বই পেরোতে পারেনি। ১২ ম্যাচে মাত্র ২ জয়ে সবার শেষ দল হয়ে ষষ্ঠ আসর শেষ করেছিল তারা। আগামী ডিসেম্বরে শুরু হওয়ার কথা টুর্নামেন্টের সপ্তম আসর। গতবারের ব্যর্থতা কাটিয়ে এবার প্রথম শিরোপা ঘরে তুলতে চায় তারা। ২০১৭ সালে এই বিপিএলে ঢাকা ডায়নামাইটসে খেলার কথা ছিল ওয়াটসনের।
কিন্তু ইনজুরির কারণে পারেননি। এবার বিপিএলে প্রথমবার খেলার জন্য মুখিয়ে আছেন এ সাবেক অসি তারকা। তিনি এক ভিডিও বার্তায় উচ্ছ্বাস জানিয়ে বলেন, ‘খুলনা টাইটান্সে যোগ দিচ্ছি, আমি খুব রোমাঞ্চিত। বিপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে আমি সবসময় খেলতে চেয়েছি। শেষ পর্যন্ত সুযোগটা পেলাম। বিপিএলে স্থানীয় বাংলাদেশী তারকা থেকে শুরু করে বিদেশী তারকাসহ অনেক সেরা ক্রিকেটার খেলে। তাই এখানে অংশ নিতে পারা বিশেষ কিছু।’