রবিবার, ২১ জুলাই ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | ব্যাংক-বীমা | ব্রেকিং নিউজ » সুদের হার ৬-৯ শতাংশে নামাতে চাপ নেই: এবিবি চেয়ারম্যান
সুদের হার ৬-৯ শতাংশে নামাতে চাপ নেই: এবিবি চেয়ারম্যান
পক্ষকাল সংবাদ-
ব্যাংক খাতের সুদের হার ৬ ও ৯ শতাংশে নামিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো চাপ নেই বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান।
রোববার (২১ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সভায় দেশে কার্যরত বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
এবিবি সভাপতি বলেন, ব্যাংকগুলো খেলাপি ঋণ কমিয়ে এনে সুদের হার এক অংকে নামাচ্ছে কি-না তা পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক খাতের সুদের হার ৬ ও ৯ শতাংশে নামিয়ে আনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কোনো চাপ নেই।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।