শনিবার, ১০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » অবরোধে প্রাণ পাচ্ছে না বাণিজ্যমেলা
অবরোধে প্রাণ পাচ্ছে না বাণিজ্যমেলা
পক্ষকাল প্রতিবেদক: লাগাতার অবরোধে ঢাকা আন্তজার্তিক বাণিজ্যমেলার ২০তম আসরে ক্রেতা-দর্শকের কিছুটা ভিড় বাড়লেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন বিক্রেতারা। তারা বলছেন, দর্শক-ক্রেতাদের মনোযোগ আকর্ষণ ও পণ্যের প্রচারের জন্য এটা কিনলে ওটা ফ্রি দিয়েও মেলার প্রকৃত প্রাণ ফিরে পাওয়া যাচ্ছে না। তবে প্রতিদিনিই ক্রেতা-দর্শকের উপস্থিতি বাড়ছে বলে জানান তারা।
এদিকে ক্রেতা-দর্শনার্থীদের আকর্ষন বাড়াতে ১টা কিনলে ১০টা পণ্য ফ্রি দিচ্ছে প্রায় সব ক্রুক্রারিজের স্টলগুলো। একটি ৫ পিসের মাল্টি কুকার ১৯ হজার ৫০০ টাকা দিয়ে কিনলেই পেয়ে যাবেন ফ্রি ১০টি পণ্যের ৩৮ হাজার টাকার মূল্যমানের জিনিস। এসব ফ্রি পণ্যসমূহের মধ্যে থাকছে ওভেন, পানির ফিল্টার, চার্জার লাইট, রাইস কুকারসহ অনেক কিছু।
পাকিস্তান প্যাভিলিয়নে গিয়ে দেখা যায়, অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে খোশ-গল্প করে সময় কাটাচ্ছেন। অনেকটা অলস সময় পার করছেন।
পাকিস্তান প্যাভিলিয়নে গিয়ে নরেন্দ্র রাঠি বলেন, এবারই প্রথম বার মেলায় অংশ নিয়েছি। দর্শক সমাগম খুবই কম। অনেকে বলছেন শেষ দিনগুলোতে দর্শনার্থীদের সমাগম বাড়ে। এখন সে আশায় আছি। এছাড়া ছুটির দিন শুক্র-শনিবারও বেচা-কেনা ভাল হয়।