মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » খেলাধুলা | ব্রেকিং নিউজ » মুশফিক-মিঠুনের হাফসেঞ্চুরি, জয় দেখছে বাংলাদেশ
মুশফিক-মিঠুনের হাফসেঞ্চুরি, জয় দেখছে বাংলাদেশ
পক্ষকাল সংবাদ-
শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের দেয়া ২৮৩ রানের লক্ষ্য পূরণে দেড়শ পেরিয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার খুব বেশি সুবিধা করতে পারেননি। তবে মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন হাফসেঞ্চুরি করেছেন। ৩২ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ১৭৮ রান।
কলম্বোয় মঙ্গলবার দুই ওপেনারই অনেকটা ধীরগতির সূচনা করেন। দলীয় ৪৫ রানে সৌম্য প্রথমে সাজঘরে ফিরেন। ২৪ বল থেকে তিনি করেন ১৩ রান। দলীয় ৫৮ রানে ৪৭ বল থেকে ৩৭ রান করা তামিমও ফিরে যান। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ।
সেখান থেকে মুশফিক-মিঠুনের ব্যাটে লড়াই করে বাংলাদেশ। দলীয় ১৩১ রানে সবশেষ ব্যাটসম্যান হিসেবে মুশফিক সাজঘরে ফিরেছেন। ৪৬ বল থেকে ছয়টি চার ও একটি ছক্কার মারে তিনি ৫০ রান করেন। এছাড়া আরেক হাফসেঞ্চুরিয়ান মিঠুন এখনো ক্রিজে আছেন।
এর আগে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮২ রান করে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। দুসানা সানাকা সর্বোচ্চ ৮৬ ও শেহান জয়াসুরিয়া ৫৬ রান করেন। দুটি করে উইকেট নেন রুবেল হোসেন ও সৌম্য সরকার।