টাঙ্গাইল মেডিকেল কলেজের যাত্রা শুরু
টাঙ্গাইল প্রতিনিধি । শনিবার ১০ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে টাঙ্গাইলবাসীর বহুপ্রতীক্ষিত টাঙ্গাইল মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মেডিকেল কলেজের উদ্বোধন করেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি এর সাথে। এ সময় আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, মোঃ ছানোয়ার হোসেন এমপি, একাব্বর হোসেন এমপি, আবদুল বাতেন এমপি, মনোয়ারা বেগম এমপি, হাজেরা সুলতানা এমপি, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
উদ্বোধনের পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠে।
ইতিমধ্যে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের জন্য ২৪ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষার মাধ্যমে ৫১ জন শিক্ষার্থীকে টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। শিক্ষক, কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হয়েছে।