গনতন্ত্রের অগ্রযাত্রায় খালেদা জিয়া বড় বাঁধা-ইনু
শহীদুল ইসলাম হিরন, রাজবাড়ী: জাতীয় সমাজ তান্ত্রিকদলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,
দেশে গনতন্ত্রের অগ্রযাত্রায় ও শান্তি প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া ,রাজাকার আর জঙ্গীরা সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
বেগম খালেদা জিয়া উনি যেন তেন ভাবে ক্ষামতায় যাবার জন্য অস্থির হয়ে উঠেছেন,উনি হটকারী কাজ করছেন,উনি অমানবিক আচরন করছেন।
বেগম খালেদা জিয়া ক্ষমতায় যাবার জন্য বাচ্চাদের জে এস সি পরীক্ষা ও মুসল্লিদের বিশ্ব ইজতেমার ধার ধারছেন না,তাই এসব সময় হরতাল ও অবরোধ অব্যাহত রেখেছেন।
আমি মনে করি হরতাল অবরোধ,নাশকতা ও হটকারী কাজের মধ্যদিয়ে বেগম খালেদা জিয়ার ক্ষমতা দখলের অপচেষ্টা কোনদিইন সফল হবে ন।
তথ্যন্ত্রী হাসানুল হক ইনু আজ শনিবার দুপুরে রাজবাড়ীর ঐতিহাসিক আজাদী ময়দানে রাজবাড়ী জেলা জাসদের সম্মেলন উদ্ধোধন কালে সাংবাদিকদের সাথে আলাপকালে এ বক্তব্য রাখেন।
জেলা জাসদের ত্রিবার্ষিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সেক্রেটারী শরীফ নুরুর আম্বিয়া,সংসদ সদস্য শিরিন আক্তার , জেলা জাসদ সভাপতি আহমদ নিজাম ও সেক্রেটারী মনিরুল হক মনির।