বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » শৃন্য আসনে আওয়ামী লীগের টিকেট পেলেন রুমা
শৃন্য আসনে আওয়ামী লীগের টিকেট পেলেন রুমা
পক্ষকাল সংবাদ-
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের শূন্য পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সালমা চৌধুরী রুমা। তিনি রাজবাড়ীর সাবেক সংসদ সদস্য ওয়াজেদ চৌধুরীর মেয়ে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার। সে অনুযায়ী দলের পক্ষ থেকে রুমাকে দেয়া মনোনয়নের কপি নির্বাচন কমিশনে দাখিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, গত ১৯ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরে যাওয়ার আগে রুমার মনোনয়ন চূড়ান্ত করেন। সেদিনই তাকে মনোনয়নের চিঠি দেয়া হয়। সংরক্ষিত আসনের এমপি রশেমা বেগম গত ১০ জুলাই মারা গেলে আসনটি শূন্য হয়ে যায়। আগামী ১৮ আগস্ট এ আসনে উপনির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও একক প্রার্থী হওয়ার ভোটের আর প্রয়োজন পড়বে না।
জানা গেছে, সালমা চৌধুরী রুমার পিতা ওয়াজেদ চৌধুরী রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি রাজবাড়ী থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তার মেয়ে রুমা বর্তমানে মহিলা আওয়ামী লীগের নেত্রী। একাদশ সংসদের আসন সংখ্যার হিসেবে এককভাবে ৪৩টি সংরক্ষিত মহিলা আসন পেয়েছে আওয়ামী লীগ আর জোটগতভাবে পেয়েছে ৪৯টি।