শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি » কোরবানীর গরু মোটাতাজাকরণের ট্যাবলেট বন্ধের সুপারিশ
কোরবানীর গরু মোটাতাজাকরণের ট্যাবলেট বন্ধের সুপারিশ
পক্ষকাল সংবাদ-
দেশের ভয়াবহ বন্যায় সত্যিকারের ক্ষতিগ্রস্থ মৎস্য খামারিদের আপোদকালিন সহায়তা দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে এক্ষেত্রে আলাদা বরাদ্দ রাখার সুপারিশ কর হয়। এছাড়া গরু মোটাতাজাকরণের জন্য ব্যবহৃত ট্যাবলেট বন্ধের সুপারিশ করা হয়।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম (বকুল) এবং নাজমা আকতার বৈঠকে অংশ নেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অডিট আপত্তি নিষ্পত্তির তথ্য আগামী সভায় উপস্থাপন করার নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্থ জেলে ও মৎস্য চাষীদের আপোদকালিন প্রনোদনা দেওয়ার আগে উপযুক্ত তথ্য-উপাত্ত সংগ্রহের নির্দেশনা দেয়। এছাড়া কমিটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন ২টা মহাপরিচালক পদ সৃষ্টি এবং একটি দীর্ঘ মেয়াদী মহাপরিকল্পনা প্রণয়ণ করার সুপারিশ করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।