নৌকায় ৭ লাখ পিস ইয়াবা !
পক্ষকাল সংবাদ-
কক্সবাজারে টেকনাফে অভিযান চালিয়ে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে না পারলেও ইয়াবা বহনে একটি নৌকা জব্দ করে কোস্টগার্ড বাহিনী।
২৫ জুলাই দিনগত রাত ১২ টার দিকে টেকনাফের জালিয়ারদ্বীপ (জাইল্যারদ্বীপ) সংলগ্ন নাফ নদীতে অভিযান পরিচালনা করে ওইসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মিয়ানমার হয়ে একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার সোহেল রানার নেতৃত্বে কোস্টগার্ডের একটি বিশেষ দল নাফ নদীতে অবস্থান নেয়। রাত ১২ টার দিকে একটি নৌকাযোগে বাংলাদেশের তীরে দিকে আসতে থাকে। এ সময় কোস্টগার্ডের ওই দলটি চ্যালেঞ্জ করলে নৌকাটি নদীতে ডুবিয়ে দিয়ে পাচারকারীরা সাতরিয়ে পালিয়ে যায়। কোস্টগার্ড বাহিনী নৌকাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৭ লাখ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলেও জানান সোহেল রানা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।