শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » সোনাগাজীতে তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সোনাগাজীতে তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
পক্ষকাল সংবাদ-
তত্বাবধায়ক সরকারের সাবেক কৃষি উপদেষ্টা ড. সিএস করিমের ফেনীর সোনাগাজীর গ্রামের বাড়ীতে বৃহষ্পতিবার রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে নগদ টাকা এবং স্বর্নালঙ্কার সহ ২০লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। সোনাগাজী সদর ইউনিয়নের পূর্ব ছাড়াইতকান্দি গ্রামের বজলের ছোবহান চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও আহতরা জানায়, রাত ২ টার দিকে ঘরে দরজা ভেঙ্গে ১৫/২০জনের সশস্ত্র মুখোশধারী ডাকাত দল ঘরে ঢুকে। আলমারি ভেঙ্গে নগদ তিন লাখ টাকা, ১০ভরি স্বর্ন ও ৫টি মোবাইল ফোন লুটে নেয়। এ সময় ঘরের লোকজন চিৎকার দিলে ড. সিএস করিমের ভাতিজা নূর মোহাম্মদ আজাদ, তার ছোট ভাই নূর হাসনাত আজাদ কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। একই সময় ড. সিএস করিমের অপর চাচাতো ভাই আবুধাবি প্রবাসী ইফতেখার হোসেন চৌধুরীর ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তার ছেলে স্কুল ছাত্র ইসতেহার হোসেন চৌধুরী কে পিটিয়ে মারাত্মক আহত করে। তাদের ঘরের আলমারি ভেঙ্গে নগদ ৭হাজার টাকা, ৬ভরি স্বর্ন ও একটি মোবাইল ফোন লুটে নেয়।
এ ব্যপারে আহত নূর মোহাম্মদ আজাদ বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।