লক্ষ্মীপুরে পিকেটারদের পুলিশের ধাওয়া
মোঃ রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের ৩য় দিন বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুরে অবরোধ সমর্থনকারীরা লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়ক ও লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করে। এ সময় বেশে কয়েকটি স্থানে অবরোধকারীদের ধাওয়া এবং লাঠিচার্জ করে পুলিশ। এ দিকে দুপুর সাড়ে ১২ টার দিকে লক্ষ্মীপুর বাজারের পোস্ট অফিসের সামনে হঠাৎ করে অবরোধ সমর্থনকারীরা একটি ঝটিকা মিছিল বের করে সরকার বিরোধী স্লোগান দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে অবরোধকারীরা লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের দালাল বাজার, আলিয়া মাদ্রাসার সামনে, পলোয়ান মসজিদ এলাকায় অবরোধ সমর্থনে পিকেটিং করলে পুলিশ তাদের ধাওয়া করে। পলোয়ান মসজিদ এলাকায় পুলিশ কয়েকজনকে লাঠিপেটা করে। এছাড়া লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের কালি বাড়ির সম্মূখে, মিয়ার রাস্তার মাথা, ভবানীগঞ্জ চৌরাস্তাসহ জেলার বেশ কয়েকটি স্থানে ঝটিকা মিছিল ও বিক্ষোভ করে অবরোধ সমর্থকরা। পুলিশ আসার আগেই অবরোধকারীরা সেখান থেকে পালিয়ে যায়।
জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. নাসিম মিয়া জানান, নাশকতা এড়াতে পুলিশ গুরুত্বপূর্ণ স্থানসহ সড়ক ও মহাসড়কে টহল দিচ্ছে।