শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » খেলাধুলা » সাদা পোশাকে আর দেখা যাবে না পাকিস্তানে ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকে
সাদা পোশাকে আর দেখা যাবে না পাকিস্তানে ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকে
পক্ষকাল সংবাদ-
পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। মাত্র ২৭ বছর বয়সেই সাদা পোশাকের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেন ডানহাতি এ পেসার।
শুক্রবার ঘোষণা দিয়ে আমির বলেন, ‘পাকিস্তানের হয়ে টেস্টে প্রতিনিধিত্ব করা একটি সম্মানের ব্যাপার। তবে আমি লংগার ভার্সনের এই সংস্করণ থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরো বলেন, ‘খুব শিগগিরই আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে। পাকিস্তানে কিছু উত্তেজনাপূর্ণ তরুণ ফাস্ট বোলার রয়েছে। তাদের জায়গা করে দিতেই বিদায়ের সিদ্ধান্ত নিয়েছি।’
মোহাম্মদ আমির এও জানান, মূলত ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে ভালোভাবে মনোনিবেশ করার জন্যই টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০০৯ সালের ৪ জুলাই শ্রীলংকার বিখ্যাত গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় আমিরের। জাতীয় দলে অভিষেকর পর পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট ম্যাচ খেলেন। শিকার করেন ১১৯ উইকেট। তার সেরা বোলিং হচ্ছে ২০১৭ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৪ রানে ৬ উইকেট নেওয়া। সবশেষ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ১৭ উইকেট নিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১০ সালে লর্ডসে স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন তিনি।