শনিবার, ২৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » খেলাধুলা | ব্রেকিং নিউজ » টাইগারদের জন্য ১০০ দিনের কোচ হয়ে আসছেন ভেট্টোরি
টাইগারদের জন্য ১০০ দিনের কোচ হয়ে আসছেন ভেট্টোরি
পক্ষকাল সংবাদ-
সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন কোচ হয়ে আসবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। আসন্ন ভারত সিরিজের আগে টাইগার স্পিনারদের দায়িত্ব নেবেন তিনি। কাজ করবেন আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বৈঠকের পর বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে মোট ১০০ দিনের চুক্তি হয়েছে সাবেক এই কিউই গ্রেটের। ভারত সিরিজের আগ থেকে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের সঙ্গে কাজ করবেন তিনি। তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এখনও তার সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়নি।
১৯৯৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বছর বয়সে টেস্ট অভিষেক ঘটে ভেট্টোরির। একই বছর শ্রীলংকার বিপক্ষে ওয়ানডেতেও অভিষেক ঘটে তার। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন সর্বোচ্চ ১১৩টি টেস্ট ম্যাচ। ৩৬২ উইকেট নেয়ার পাশাপাশি ৪ হাজার ৫৩১ রান করেছেন, যার মধ্যে আছে ছয়টি সেঞ্চুরি। কপিল দেব ও ইয়ান বোথামের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ৩০০ টেস্ট উইকেট নেয়ার পাশাপাশি ৪ হাজার রান করার কীর্তি গড়েন ৩৬ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার।
ওয়ানডেতে দারুণ উজ্জ্বল ভেট্টোরি। ২৯৫ ম্যাচে ৩০৫ উইকেট নেয়ার পাশাপাশি ২ হাজার ২৫৩ রান করেছেন তিনি।
ভেট্টোরি ছাড়া টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে আসছেন দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র ৬ টেস্ট খেলা কার্ল ল্যাঙ্গেভেল্ট। সাবেক এই ক্রিকেটার দুই বছর মেয়াদী চুক্তিতে নিয়োগ পেতে যাচ্ছেন।