শনিবার, ২৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ১লা আগষ্ট গনতান্ত্রিক বাম ঐক্য ঢাকা সিটি কর্পোরেশন ঘেরাও করবে
১লা আগষ্ট গনতান্ত্রিক বাম ঐক্য ঢাকা সিটি কর্পোরেশন ঘেরাও করবে
পক্ষকাল সংবাদ- ২৭শে জুলাই শনিবার সকাল ১১টায় গনতান্ত্রিক বাম ঐক্যর কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গনতান্ত্রিক বাম ঐক্যর সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সাধারণ সম্পাদক কমরেড ডাঃ এম এ সামাদ,
উপস্থিত ছিলেন জোটের শীর্ষনেতা বাংলাদেশের সাম্যবাদী দল(এম,এল) এর সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারন সম্পাদক কমরেড ডাঃ সামছুল আলম এস,ডি,পির আহ্বায়ক কমরেড আবুল কালাম আজাদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী) র কেন্দ্রীয় নেতা কমরেড রফিকুল ইসলাম, কমরেড নুরুল ইসলাম(বাবু),কমরেড সামছুল হক সরকার, বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড আবু মাসুম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড সিরাজুল ইসলাম মাষ্টার এস,ডি,পির কেন্দ্রীয় নেতা কমরেড সজল প্রমূখ
নেতৃবৃন্দ বলেন রাজধানীতে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। কয়েক মাস ধরে আলোচনা হলেও ঢাকার দুই সিটি কর্পোরেশন ও সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত সফলতা দেখাতে পারেনি
নেতৃবৃন্দ বলেন, মেয়রদের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে এ রকম পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মনে আতঙ্ক এবং ভুক্তভোগীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। ভুক্তভোগীরা আর্থিকভাবেও ক্ষতির মুখে পড়েছেন। ফলে নগরবাসী মনে করে ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ মেয়রদের পদত্যাগ করা উচিত। মেয়ররা কথার ফুলঝুড়ি ছড়ালেও ডেঙ্গু মোকাবেলায় ও মশা নিধনে কার্যকর কোন পদক্ষেপ গ্রহন করতে পারে নাই, তাদের উচিত অবিলম্বে পদত্যাগ করা।
ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থ বলেই তা মহামারী আকারে ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন, মশা নিধনের ওষুধ ক্রয় ও প্রয়োগেও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। এটার (ডেঙ্গু) জন্য যে পর্যাপ্ত প্রতিরোধ করা, এটার যে অ্যান্টিডট, এটার যে দরকার মানুষকে বাঁচানোর জন্য, এর কোনো পদক্ষেপ নেই। মানুষ মারা যাচ্ছে ডেঙ্গুতে এবং মহামারী আকারে ছড়িয়ে পড়েছে
সভাপতির বক্তব্য, এম এ সামাদ, বলেন সীমাহীন দূর্নীতি লুটপাটের কারনে আজ ডেংগুতে মানুষ মারা যাচ্ছে।সরকারের পক্ষ থেকে মশা নিধনের তেমন কোনো পদক্ষেপ নেই। তাই আগামী ১লা আগষ্ট ঢাকা সিটি কর্পোরেশন ঘেরাও কর্মসূচী সফল করার জন্য জোটের সকল নেতাকর্মীদের আহ্বান প্রতি আহব্বান জানান।