রবিবার, ২৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ বা ২৬ অক্টোবর
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ বা ২৬ অক্টোবর
পক্ষকাল সংবাদ-
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯ বা ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক বসে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ নিয়ে জরুরি সভা আহ্বান করা হয়েছিল। সভায় আগামী ১৯ বা ২৬ অক্টোবর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিষদের (বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নীতিনির্ধারণী ফোরাম) বৈঠকে এই দুটি তারিখের একটিকে বেছে নেওয়া হবে।
বিকেল সাড়ে তিনটার দিকে মুঠোফোনে এ বিষয়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ, ভর্তি পরীক্ষা পদ্ধতি গত বছরের মতো বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে হবে। বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় ১৯ বা ২৬ অক্টোবরের মধ্যে যেকোনো একটি তারিখ চূড়ান্ত করা হবে।