মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
প্রথম পাতা » খেলাধুলা | বিনোদন | ব্রেকিং নিউজ » এখনও আমার জয়ের ক্ষুধা রয়েছে: রোনালদো
এখনও আমার জয়ের ক্ষুধা রয়েছে: রোনালদো
স্পোর্টস ডেস্ক
ক্যারিয়ারে প্রায় সবই জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর চ্যাম্পিয়ন্স লিগে তো নিজেকে রাজা হিসেবেই তৈরি করেছেন। তবে বয়সটা ৩৪ পেরিয়ে ৩৫ এর কাছে। কিন্তু তারপরও জয়ের ক্ষুধা বিন্দুমাত্র কমেনি তার। জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন বলেই প্রত্যয় প্রকাশ করেন পাঁচ বারের ব্যলন ডি’অর জয়ী এ তারকা।
আগের দিন রিয়াল মাদ্রিদ ভিত্তিক গণমাধ্যম মার্কার বিশেষ সম্মাননা পেয়েছেন রোনালদো। মর্যাদাপূর্ণ মার্কা কিংবদন্তী পুরস্কার নিতে আবারও মাদ্রিদে ফিরেছিলেন তিনি। সেখানেই নিজের প্রত্যাশার কথা বলেন রোনালদো, ‘মাদ্রিদের আমি যা জিতেছি তারপর আমার কিছু পরিবর্তন ও নতুন মোটিভেশন প্রয়োজন ছিল। আমার এখনও আগের মতোই জয়ের ক্ষুধা রয়েছে। জুভেন্টাস অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। তবে আমি ঠিক জানিনা এ বছরেই সেটা হবে নাকি পরের বছর। তবে অবশ্যই এটা আসবে।’
মাদ্রিদের তিয়েত্রো ভিক্তোরিয়ায় আগের দিন মার্কা পরিচালক হুয়ান ইগনাসিও গালার্দোর হাত থেকে পুরস্কার নেন রোনালদো। মর্যাদাপূর্ণ সে পুরস্কার পেয়েও দারুণ উচ্ছ্বসিত এ পর্তুগিজ, ‘ট্রফিটি আমার যাদুঘরের ভালো একটি জায়গায় স্থান পাবে। মাদ্রিদ আমার জন্য সবসময়ই বিশেষ কিছু। আমি অনেক ঘুরেছি কিন্তু মাদ্রিদের মতো খুব কম শহরই আছে। এই স্প্যানিশ ট্রফি পেয়ে নিজেকে সম্মানিত মনে করছি। ধন্যবাদ সবাইকে যারা আমাকে এটা পেতে সহায়তা করেছেন। আশা করছি আমি আবার মাদ্রিদে ফিরে আসব।’
রোনালদোর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন তার এজেন্ট জর্জ মেন্ডিস, গার্লফ্রেন্ড জর্জিনা রদ্রিগেজ, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, ইউনিদাদ এডিটোরিয়ালের প্রেসিডেন্ট ফার্নান্দেজ-গালিয়ানো ক্যাম্পাস। এর আগে লিওনেল মেসি, রাউল গঞ্জালেস, দিয়াগো ম্যারাডোনা, পেলে ও পাওলো মালদিনির মতো কিংবদন্তী ফুটবলাররা জিতেছেন এ পুরস্কার। এছাড়া রাফায়েল নাদাল, মাইকেল জর্ডান, মাইকেল ফেল্পস, মার্ক মার্কুয়েজ, পাউ গাসল, মিগুয়েল ইন্দুরাইন, উসাইন বোল্ট ও রজার ফেদেরারের মতো খেলোয়াড়রাও পেয়েছেন এ পুরস্কার।