উন্নত ভিডিওর জন্য কুইকফায়ার নিল ফেসবুক
পক্ষকাল ডেস্ক: ফেসবুকে আরও উন্নতমানের ভিডিও দেখার সুবিধার্থে কুইকফায়ার নামের একটি উদ্যোক্তা প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
কম ব্যান্ডউইথ সুবিধা ও ধীরগতির ইন্টারনেট ব্যবহার করে উন্নতমানের ভিডিও দেখাতে কাজ করে কুইকফায়ার। ৮ জানুয়ারি কুইকফায়ার নেটওয়ার্ককে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগের ওয়েবসাইটটি। তবে কুইকফায়ার কিনতে কী পরিমাণ অর্থ খরচ হয়েছে, সে বিষয়ে মুখ খোলেনি ফেসবুক।
২০১৪ সালের জুন মাসের পর থেকে ফেসবুকে প্রতিদিন এক বিলিয়নবার ভিডিও দেখা হয় এই ঘোষণা দেওয়ার এক দিন পরই ভিডিও প্রযুক্তি দেখার প্রতিষ্ঠান কেনার ঘোষণা দিল ফেসবুক।