রাজধানীতে গ্যাস লিকেজের সৃষ্ট আগুনে দগ্ধ ৩
পক্ষকাল সংবাদ-
রাজধানীর হাজারীবাগের গণকটুলী লেনের একটি হোটেলে গ্যাস লিকেজ সৃষ্ট আগুনে তিনজন দগ্ধ হয়েছেন।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, হোটেলেরমালিক মো. শাহিদ (৪০), তার বাবা মো. জয়নাল আবেদীন (৬৫) ও হোটেলের কর্মচারী মো. সজীব (২২)।
দগ্ধ শাহিদের ভাই মো. শাহিন জানান, গণকটুলী লেনের ৩৪/এল নম্বর বাসায় তারা থাকেন। বাসার পাশে শাহিদের খাবারের হোটেল। দুপুরে হোটেলে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাসের পাইপ ছুটে যায়। এরপর সেখান থেকে গ্যাস বের হতে থাকে। পরে তারা তিনজন পাইপ ঠিক করে লাগানোর চেষ্টা করলে হঠাৎ আগুন ধরে যায়। এতে তারা তিনজনই দগ্ধ হয়।
পরবর্তীতে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আবদুল খান জানান, শাহিদের শরীরের ৪০ শতাংশ, জয়নালের ১০ শতাংশ ও সজীবের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তারা তিনজনই ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।