রবিবার, ৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » তেল উৎপাদনে নিষিদ্ধ পণ্য ব্যবহার, জরিমানা ৭৫ লাখ
তেল উৎপাদনে নিষিদ্ধ পণ্য ব্যবহার, জরিমানা ৭৫ লাখ
পক্ষকাল সংবাদ-
রাজধানীর ধামরাই এলাকায় একটি ভোজ্যতেল তৈরি কারখানায় নিষিদ্ধ উপকরণ ব্যবহারের দায়ে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও কারখানাটি সিলগালা করে দেয়া হয়। এ সময় ৩ হাজার মেট্রিক টন নিষিদ্ধ শূকরের মাংস, চর্বি ও হাড় জব্দ করে র্যাব’র ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৩ আগস্ট) রাত ৮টার দিকে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে উপজেলার বাথুলি এলাকায় ভোজ্যতেল ও বিভিন্ন খাবার তৈরির কারখানা কেবিসি এগ্রো লিমিটেডে এ অভিযান পরিচালনা করা হয়। নিষিদ্ধ শূকরের মাংস, চর্বি ও হাড়ের আনুমানিক মূল্য ১১ কোটি টাকা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘কেবিসি এগ্রো লিমিটেড সয়াবিন তেল তৈরি করার জন্য নয় মাস আগে হংকং থেকে বাংলাদেশে নিষিদ্ধ শূকরের মাংস ও চর্বি আমদানি করে। এছাড়া একই উপকরণ ব্যবহার করে মাছ ও মুরগির খাদ্যও তৈরি করে বাজারজাত করে আসছিল তারা।’
তিনি আরো বলেন, ‘বাজার থেকে মেয়াদোত্তীর্ণ সয়াবিন তেল সংগ্রহ করে রিফাইন করে পুনরায় বাজারজাত করার কারণে তাদের ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’