শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
রবিবার, ৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: ঢামেক পরিচালক
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: ঢামেক পরিচালক
৩৮৮ বার পঠিত
রবিবার, ৪ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: ঢামেক পরিচালক

পক্ষকাল সংবাদ-

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেছেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ রোগ সামলাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সর্বোচ্চ প্রস্তুতি আছে।

রোববার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, ডেঙ্গু রোগ সামলাতে প্রয়োজনীয় প্রস্তুতি তাদের আছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে প্রয়োজনে ঢাকা মেডিকেল সংলগ্ন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ১ হাজার আসনে রোগী ভর্তির ব্যবস্থা করা হবে। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসাসামগ্রী আছে। ইতিমধ্যে চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। ফলে দেশের সব জায়গায় ডেঙ্গুর চিকিৎসা মিলবে।

তিনি বলেন, আতঙ্কের কারণে শরীর হালকা গরম হলেও অনেকে হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা করতে আসছেন। ফলে জনবল, শ্রম যাচ্ছে অযৌক্তিক কাজে। কারও শরীর ব্যথা করলেই হাসপাতালে ছুটে আসছেন। কিন্তু অনেকে ক্ষেত্রেই দেখা যাচ্ছে, তাদের ডেঙ্গু হয়নি।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)