ডেঙ্গু প্রতিরোধে বাস ছাড়ার আগে মশার ওষুধ স্প্রে
পক্ষকাল সংবাদ-
ডেঙ্গু প্রতিরোধে দূরপাল্লার বাসগুলোতে যাত্রী উঠার আগেই মশার অষুধ দেওয়া হবে। রাজধানীর টার্মিনালগুলোতে দিনে তিনবার মশার অষুধ স্প্রে করা হবে। টার্মিনালে জমে থাকা পনি ও ময়লা পরিষ্কার করা হবে।
রোববার ঢাকা পরিবহন মালিক সমিতি এবং শ্রমিকদের যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার থেকে এসব সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে সমিতির দপ্তর সম্পদক সামাদানী খন্দকার। সিদ্ধান্ত বাস্তবায়নে সমিতির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের নেতৃত্ব কমিটি করা হয়েছে।
সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে এ সভায় শ্রমিকরা জানান, টার্মিনালগুলো গাড়ি ধোয়া মোছার কাজের কারণে পানি জমে থাকে। বৃষ্টির পানি নিস্কাষণের ব্যবস্থাও ভাল নয়। এ কারণে ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা ছড়াচ্ছে। পরিবহন শ্রমিকরা মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন।
সভায় সিদ্ধান্ত হয়, সায়েদাবাদ, ফুলবাড়িয়া, মহাখালী ও গুলিস্তান টার্মিনালে মালিক শ্রমিকদের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধ কমিটি করা হবে। চার টার্মিনালের জন্য চারটি ফগার মেশিন কেনা হবে।