ওয়ার্নার রসিকতা করে বললেন পকেটে কিছু নেই, এই দেখো!
পক্ষকাল সংবাদ-
ইংলিশ সমর্থকদের দুয়ো ধ্বনির উত্তরে রসিকতা করলেন ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিং কাণ্ডে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা অস্ট্রেলিয়ার ‘কলঙ্কিত ত্রয়ী’ ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটকে নিয়ে ইংলিশ সমর্থকদের খোঁচানো শেষই হচ্ছে না যেন। শনিবার অ্যাশেজে এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে ওয়ার্নারকে আবারও দুয়ো দেয় ইংলিশ সমর্থকেরা। তবে ব্যাপারটাকে ওয়ার্নার স্বাভাবিকভাবেই নিয়েছেন। উল্টো ইংলিশ সমর্থকদের সঙ্গে রসিকতা করেছেন তিনি। মাঠের বাউন্ডারির কাছে ফিল্ডিংরত ওয়ার্নার প্যান্টের দুই পকেট খুলে দেখিয়ে দেন, পকেটে কিছু নেই!
দেড় বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে অভিনব উপায়ে শিরিষ কাগজ দিয়ে বল টেম্পারিং করে নিষিদ্ধ হয়েছিলেন এই তিনজন। নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপেই ফিরেছিলেন ওয়ার্নার আর স্মিথ, তবে টেস্টে ফিরলেন এই অ্যাশেজ দিয়েই। অ্যাশেজে ফিরেছেন ব্যানক্রফটও।
গত বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার মূল একাদশে স্টিভেন স্মিথের নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে দুয়োধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এজবাস্টনের চারপাশ। প্রথম ইনিংসে ২ রান করে ওয়ার্নার যখন ফেরত যাচ্ছিলেন, গ্যালারির এক অংশে থাকা ইংলিশ সমর্থকেরা উঠে দাঁড়িয়ে সঙ্গে করে আনা শিরিষ কাগজ দেখাতে থাকে। সমর্থকদের এই কা- ভিডিও করে আবার টুইট করে ইংল্যান্ড ক্রিকেটও!