গেইলকে পেছনে ফেলে ‘নতুন রাজা’ রোহিত
পক্ষকাল সংবাদ-
টি-টোয়েন্টি ক্রিকেটের বেশ কিছু রেকর্ড ক্রিস গেইলের দখলে। সেখান থেকে রোহিত শর্মার কাছে একটা রেকর্ড খোয়াতে হলো ক্যারিবীয়ান ব্যাটিং দানবকে। গেইলকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড নিজের করে নিয়েছেন রোহিত শর্মা।
রেকর্ড গড়তে ভারতের ‘হিটম্যানে’র ছক্কা লাগত দুটি। মজার ব্যাপার গেইলের দলের বিপক্ষেই তা আদায় করে নিলেন রোহিত। কাল ফ্লোরিডায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজের বিপক্ষে ৫১ বলে ৬৭ রান করেছেন ভারতীয় ওপেনার। ইনিংসে ছক্কা হাঁকিয়েছেন তিনটি। তাতেই গেইলকে টপকে গেছেন তিনি। সুনীল নারিনকে মিড উইকেটের ওপর দিয়ে সীমানা দঁড়ির বাইরের আছড়ে ফেলে রেকর্ড নিজের করে নেন রোহিত।
৯৬ ম্যাচ খেলা রোহিতের বর্তমান ছক্কা ১০৭টি। দুইয়ে নেমে যাওয়া গেইলের ছক্কা ১০৫টি। তবে একটা জায়গায় রোহিতের চেয়ে অনেকটা এগিয়ে আছেন গেইল। এই ১০৫টি ছক্কা মারতে ক্যারিবীয়ান দানবেন লেগেছে মাত্র ৫৮টি ম্যাচ। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার তালিকায় তিনে আছেন মার্টিন গাপটিল। ৭৬ ম্যাচ খেলে ১০৩ ছক্কা হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার।