কমলাপুরে কালোবাজারি রোধে র্যাবের অভিযান
পক্ষকাল সংবাদ-
টিকিট কালোবাজারি রোধে র্যাবের সঙ্গে সাদা পোশাকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক ও র্যাব-৩ এর সিইও মো. এমরানুল হাসান। তিনি বলেছেন, ‘টিকিটের কালোবাজারিসহ অন্যান্য অনিয়ম যাতে না হয় সেজন্য আমরা কাজ করছি’।
বৃহস্পতিবার (৮আগস্ট) কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকের এই তথ্য জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘এবার বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে কমলাপুর থেকে প্রতিদিন ২৪টি গন্তব্যে ৬০টির বেশি ট্রেন ছাড়ছে। তাতে গড়ে এক লাখ মানুষ গন্তব্যে যাচ্ছে’।
এমরানুল হাসান, ‘এর মধ্যে উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু কিছু ট্রেন দু-তিন ঘণ্টা বিলম্বে ছাড়ছে। তবে সাধারণ মানুষ নিরাপদে বাড়ি ফিরছে। কিন্তু এখন আর মানুষ ট্রেনের ছাদে করে যাচ্ছে না।’
ভোগান্তি যেন না হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে র্যাব ৩ এর সিইও বলেন, ‘ট্রেনে যাত্রীদের চাপ রয়েছে। চাপ আরও বাড়বে। তারপরও যাত্রীরা যাতে সুন্দর ও নিরাপদে বাড়ি ফিরতে পারে তার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। প্রতি বছর ২০-২৫টি র্যাবের অস্থায়ী ক্যাম্প থাকে। এবার তার সঙ্গে আরও ১৫টি ক্যাম্প অফিস রাজধানীতে বৃদ্ধি করা হয়েছে।’
ডেঙ্গুর কথা উল্লেখ্য তিনি বলেন, ‘ট্রেনে যাতে কোনো ক্রমে এডিস মশা না ছড়ায়, এবং মশার কোনো লার্ভা যেন না থাকে সেজন্য প্রতিটি ট্রেন আসার পরপরই ওয়াশ করা হচ্ছে। স্প্রে করা হচ্ছে।’