মুজিববর্ষ উদযাপনে নানা কর্মসূচী
পক্ষকাল সংবাদ-
রবিবার ১৯ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র; আগামী বছর পালিত হবে সেই মহান নেতার জন্মশতবার্ষিকী। বর্ণাঢ্য আয়োজনে ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে উদ্বোধন হবে মুজিবর্ষের। নতুন প্রজন্মের কাছে জাতির পিতার আদর্শ তুলে ধরার পাশাপাশি সারা বিশ্বে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে অসাধারণ মাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যে নানা কর্মপরিকল্পনা নেয়া হয়েছে সরকারি ও বেসরকারিভাবে। এই বজ্রকণ্ঠ বাঙালির অশেষ প্রেরণার। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির জন্যই তাঁর আজীবনের সংগ্রাম। ২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতার জন্মশতবর্ষকে মুজিববর্ষ ঘোষণা করেছে সরকার। উদযাপনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে ১০২ সদস্যের জাতীয় কমিটি। একই সঙ্গে গঠন করা হয়েছে ৬১ সদস্যের বাস্তবায়ন কমিটি। বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী জানান, জন্মশতবার্ষিকীতে নতুন প্রজন্মসহ আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধুর জীবন ও তাঁর অবদানের তাৎপর্য তুলে ধরা হবে। মুজিববর্ষে সরকারি আয়োজনের পাশাপাশি নানা উদ্যোগ থাকছে আওয়ামী লীগ ও নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের।