বুধবার, ২৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » যুব মহিলা লীগের দুটো ধারা ত্যাগী কর্মিদের প্রাপ্তি থেকে বঞ্চিত করেছে
যুব মহিলা লীগের দুটো ধারা ত্যাগী কর্মিদের প্রাপ্তি থেকে বঞ্চিত করেছে
সাবিনা আখতার তুহিনের ফেসবুক থেকে–নিজের কাছে করা প্রশ্নের উত্তর যখন দিতে পারি না তখন আমার অস্থির লাগে ।যেমন গতকাল যুবমহিলালীগের আলোচনা সভায় সভাপতির নাম বললেও সাধারন সম্পাদক অপু উকিলের নাম এত চেঁচামেচির কারনে মনের অজান্তেই বলতে পারি নাই ।আমি কখন ও দলের শৃংখলা ভাঙ্গার পক্ষ্যে না ,আমি দীর্ঘপথ অপুদির সাথে হেঁটেছি তাই বিবেক অবশ্যই এটা বলবে না কেবল নাজমা আপার নাম নেয়া সঠিক হয়েছে ।রাজনীতিতে অনেকে আপনজনদের অনায়াসে ত্যাগ করতে পারে যা আমার জন্য কঠিন ।ঝুমা দীর্ঘপথ যার কাছে ছিল আজ সে অন্যত্র কিন্তু সুন্দর মানিয়ে নিয়েছে যা আমার জন্য কঠিন ।হয়তো পথ চলতে গিয়ে দূরত্ব তৈরী হয় তারপর ও সংগঠনের নিয়ম ভাঙ্গা এটা আমার ইচ্ছাকৃত না ,আমি আমার কাছে অপুদির কাছে ক্ষমা প্রার্থী ।আমি সংসদ সদস্য হওয়ার পর অনেক আপনজন পর হয়েছিলো যা আমাকে সব সময় বেদনা দেয় ।আমি দীর্ঘ পথ হাঁটা যুবমহিলালীগের নেত্রীবৃন্দের মধ্যে সেতু বন্ধন কামনা করি ,তাদের সেতু বন্ধন কর্মীদের জন্য খুব জরুরী ।দলের সভাপতি সাধারন সম্পাদক অনেক ব্যপারে ঐক্যমতে পৌঁছায় কিন্তু দুটো ধারা করে দলের কর্মীদের উনারা অনেক প্রাপ্তি থেকে দূরে রাখছে ।আমি সংগঠন থেকে পদত্যাগের সিদ্ধান্তে অনেকগুলো কারনের মধ্যে এটা ও একটা কারন করতে চেয়েছিলাম ।আমি অপুদি আপন বোনের মত ছিলাম কিন্তু সে দূরত্ব তৈরী করেছে আর আমি যদি নাজমা আপা কে বলি আমি আপনাকে ভালোবাসি সে বিশ্বাস করে না বা করবেও না এটাই স্বাভাবিক ।পথটা একা চলাই মঙ্গল কিন্তু কর্মীদের ঠকাতে আমি চাই না ,দুটো করে কমিটি দিবো দুটো ভাগ এসব আমার ভালো লাগে না ।আমি আগে যা উপলব্ধি করতে পারি নাই তা সময়ের পরিবর্তন আর বয়স তা এখন ভাবায় ।আমি আজ আমার স্পষ্ট মতামত দিয়ে দিলাম আমি কোন গ্রুপ করবো না কেবলই শেখ হাসিনার গ্রুপ ।আমি সংগঠনের সবার প্রতি আমার ভালোবাসা রাখি তা থাকবে ,আমার প্রতি জানি অনেকের ভাবনা আমি হয়তো যুবমহিলালীগের হাল ধরতে চাই ।আমি তাদের উদ্দেশ্যে বলবো সংগঠনের আগের মায়া মহব্বত যেখানে নেই সেখানে এটাই আমার শেষ পথ চলা ।আমি ঢাকা -১৪ আসনের প্রার্থী হওয়ার জন্য যুবমহিলালীগের সভাপতি /সাধারন সম্পাদকের জন্য দৌড়ঁঝাপ করি নাই তারপরও আমার প্রতি কেন এত হিংসার সৃষ্টি ।আমার সারাজীবন একটি চাওয়া থাকবে আর আমি কেবল তার জন্যই লড়বো আর তা হলো আমার এলাকা ঢাকা -১৪ আসনের মানুষের পাশে থাকা ।