লতিফের ফাঁসির দাবিতে রোডমার্চ
পক্ষকাল প্রতিবেদক :
লতিফ সিদ্দিকীসহ ধর্মদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান পাসের দাবিতে ২৩-২৪ ডিসেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে রোডমার্চ করবে চরমোনাই পীরের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে মঙ্গলবার সকাল ৮টায় ৩০০টি মাইক্রোবাস নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দেবে রোডমার্চের গাড়িবহর।
রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম।
মুফতি রেজাউল করীম বলেন, লতিফ সিদ্দিকী একজন স্বঘোষিত নাস্তিক-ধর্মদ্রোহী। এর আগেও কেউ কেউ ধর্মদ্রোহীর ঘোষণা দিয়েছে। ধর্মদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান পাস করে লতিফকে ফাঁসিতে ঝোলাতে হবে। ৯২ ভাগ মুসলমানের দেশে সরকার যদি এ দাবি না মানে, তাহলে বুঝব এ সরকার মুসলমানদের সরকার নয়, তারা নাস্তিকদের সরকার।
ইসলামী আন্দোলনের কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে রোডমার্চের গাড়িবহর রংপুরের উদ্দেশে রওনা দেবে। পথে আব্দুল্লাহপুর, আশুলিয়া, গাজীপুরের চন্দ্রা, টাঙ্গাইলের এলেঙ্গা ও সিরাজগঞ্জের কড্ডার মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। রাতে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। বগুড়ায় রাত্রিযাপন শেষে পরদিন বুধবার রংপুরের উদ্দেশে রওনা দেবে রোডমার্ডের গাড়িবহর। পথে পীরগঞ্জ ও মিঠাপুকুরে পথসভা এবং বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জনসভা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, চরমোনাই পীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, ঢাকা মহানগর সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন, কেন্দ্রীয় সহকারী মহাসচিব ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম, সহকারী প্রচার সম্পাদক আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।