বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » আরারবডিরি সৌজন্যে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিক পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান
আরারবডিরি সৌজন্যে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিক পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান
তৈয়বুর রহমান (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর সদরে, শ্রীপুর উপজেলার নিমুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মঙ্গলবার সকাল ১০ ঘটিকা হইতে বেলা ৩ ঘটিকা পর্যন্ত রেড রোটেশন ব্লাড ডোনেশন (জজইউ), স্বেচ্ছা সেবী সংগঠন ফ্রিতে রক্ত পরীক্ষা, ডায়বেটিক পরীক্ষা ও ডাক্তার সেবা প্রদান সফলতার সাথে সমাপ্ত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাকালীন ও কেন্দ্রীয় কমিটির সদস্য তৌহিদুজ্জামান মোল্লা, প্রধান সমন্বয়ক গাজীপুর জেলা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ জাকির হোসেন, সভাপতি, নিমুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ হালিমা আক্তার হেপি, সমন্বয়ক, গাজীপুর সদর উপজেলা কমিটি। মোঃ তৈয়বুর রহমান, সমন্বয়ক, কালিগঞ্জ উপজেলা কমিটি। মোঃ হাসিব খান অর্ক, সমন্বয়ক, কাপাসিয়া উপজেলা কমিটি। আরও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সদস্য বাবুল হোসেন খান, মোঃ রাকিব হাসান জিতু, মোঃ মোরশেদ আলম মামুন মোল্লা, সজিব হাসান, মাওঃ শফিকুল ইসলাম, মনিশা রায়, আবিদ হাসান মহসিন, আহসান হাবিব আশিক, শাহরুক সুমন, হাদীস খান, আশিকুর রহমান সুমন, মুরাদ মাহমুদ, শাহীন আহম্মেদ, ইব্রাহীম, মাহাদ্বীন ও মাসুম, রানা নাইম, রায়হান, আশাদুজ্জামান, শরীফ মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অথিতি জনাব মোঃ জাকির হোসেন বলেন, বর্তমানে আমাদের সমাজের মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের বিপরীতে ২০১০ সাল হইতে অদ্যবদী পর্যন্ত “রেড রোটেশন ব্লাড ডোনেশন (জজইউ)” সংগঠনটি ফ্রি রক্তাদান, রক্তের গ্রুপ নির্ণয় ও বিভিন্ন সামাজিক উন্নয়ন ও সচেতনতা মূলজ কাজে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় “গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নিমুরিয়া ইমলামিয়া দাখিল মাদ্রাসায়” আপনারা যারা “একের রক্ত অন্যের জীবন, এতেই হোক আতœার বাঁধন” এই স্লোগানে মানবতার কল্যানে এগিয়ে এসেছেন, আপনাদের সবাইকে জানাই অত্র মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের এই গুরুত্বপূর্ন জনকল্যান মূলক কাজের বর্ণনা করে শেষ করার মতো না। এমনি করে আমরা যদি প্রতিটি মানুষ নিজ অবস্থানে থেকে মানব কল্যান মূলক কাজ করি এবং একে অপরকে সচেতন করি, তাহলে একদিন এই সমাজকে উন্নয়নের শিখড়ে পৌছানো সম্ভব। তিনি আরও বলেন প্রতিটি মানুষ নিয়মিত রক্তদিলে তার শরীরের সুস্থতার বিষয়ে সার্বক্ষনিক নিরাপদ থাকতে পারবে। সকল প্রকার গুরুত্বপূর্ন পরীক্ষা করিয়ে রক্ত দেয়ার ফলে নিজেকে সুরক্ষিত রাখা যায়। এমনকি অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ প্রতিটি মানুষকে রক্ত দিতে এবং রক্তদাতা কে উদ্বোদ্ধ করতে আহবান জানান। এর মাধ্যমে রক্ত দাতা ও গ্রহিতা উভয়ের মধ্যে একটি নিবির সম্পর্ক স্থাপন হয়। অত্র সংগঠনের সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।