বুধবার, ২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীন দিবসের শোভাযাত্রা ও আলোচনা
কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীন দিবসের শোভাযাত্রা ও আলোচনা
তৈয়ুবর রহমান -আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে গাজীপুরের কালিগঞ্জে কারিতাস এসডিডবি প্রকল্পের ১৩ টি প্রবীন, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের হিতৈষী ক্লাবের উদ্যোগে শোভা যাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“বয়সের সমতার পথে যাত্রা” প্রতিপাদ্যে মঙ্গলবার দিনব্যাপী উপজেলার তুমলিয়া ও নাগরী ইউনিয়নের প্রতিটি ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস কালিগঞ্জ শাখার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজ নিজ ক্লাবের সভাপতিগন। সভায় বক্তারা বলেন, সকলকেই প্রবীনদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কারণ আমরাও দিন দিন প্রবীনের পথে হাঁটছি আর আজকের প্রবীন ব্যক্তিরা এই সমাজের মূল ভিত্তি। তারা সুন্দরভাবে এই সমাজকে গঠন না করলে আজ আমরা এত সুন্দর সমাজ পেতাম না কিন্তু আমরা দেখতে পাই প্রবীন ব্যক্তিরা বিভিন্নভাবে নির্যাতিত, অবহেলিত এবং অসম্মানিত। আমরা বয়স বৈষম্যের পক্ষে নই। আমাদের প্রত্যাশা একটি সুন্দর সমাজ যেখানে আমরা সবাই মিলেমিশে বসবাস করতে পারবো।
আলোচনা সভায় অন্যান্যের মাঝে স্থানীয় ইউনিয় পরিষদের চেয়ারম্যান, সদস্য, মিশনের পাল-পুরোহিতগন, সমাজসেবক, ধর্মীয় নেতা, শিক্ষক, শিক্ষিকা, যুবক-যুবতী, উন্নয়নমিত্র, সমাজের সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের প্রবীন, প্রতিবন্ধী, কারিতাস এসডিডিবি’র জুনিয়র কর্মসূচী কর্মকর্তা নির্ণয় নরবার্ট শর্মা, মাঠ কর্মকার্তা জয়ন্ত মুজমদার, এনিমেটর অনিল চন্দ্র রায়, সিএমএফপি’র মাঠ কর্মকর্তা প্রদীপ চন্দ্র দাস, প্রজনন ওশিশু স্বাস্থ্য উন্নয়নের সহকারী মাঠ কর্মকর্তা লিনুচ শ্যামল গমেজ ও সহকারীমাঠ কর্মকর্তা শিপ্রা রোজারিওসহ ১৩ টি ক্লাবের সদস্য উপস্থিত ছিলেন।
পরে প্রবীন হিতৈষী সংঘের আয়োজনে বর্ণঢ্য শোভা যাত্রা বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে হিতৈষী ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে হিতৈষী ক্লাবের সদস্যগন নাটক, জারিগান, অভিনয়, স্ব-রচিত কবিতা ইত্যাদি পরিবেশন করেন। পরিশেষে লটারি ড্র অনুষ্ঠিত হয়।