সোমবার, ১২ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার : ডিএমপি
রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার : ডিএমপি
পক্ষকাল প্রতিবেদক : সভা-সমাবেশ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে কেউ সভা-সমাবেশ করতে চাইলে পূর্বের মতো ডিএমপি থেকে অনুমতি নিতে হবে।
সে ক্ষেত্রে শর্তসাপেক্ষে অনুমতি দেবে ডিএমপি। তারই ধারাবাহিকতায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে ১১ শর্তে আজ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। আজ সোমবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সভা-সমাবেশ থেকে ডিএমপির পূর্বের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে কেউ সভা বা সমাবেশ করতে চাইলে তাকে বা তাদের পূর্বের মতো ডিএমপির অনুমতি নিতে হবে।
ডিএমপি ইতিবাচক মনে করলে যে কাউকে সভা-সমাবেশের অনুমতি দেওয়া হবে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার বিকেলে ১১ শর্তে আওয়ামী লীগকে অনুমতি দিয়েছে ডিএমপি।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির উত্তেজনায় ঢাকা মহানগরীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল ডিএমপি।