শনিবার, ১২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » বাহিরের ময়লার পাশাপাশি অন্তরের ময়লা পরিস্কার করতে হবে …. রেল মন্ত্রী
বাহিরের ময়লার পাশাপাশি অন্তরের ময়লা পরিস্কার করতে হবে …. রেল মন্ত্রী
তৈয়বুর রহমান(গাজীপুর) প্রতিনিধিঃ
এই শহর অামার, এই দেশ অামার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব অামার। অাসুন অামরা প্রতিজ্ঞা করি একটি ময়লাও যত্রতত্র নয় এই স্লোগানে বিডি ক্লিন নিজেরা উদ্যোগ গ্রহন করে অাজ এই সংগঠনটি তৈরি করেছেন। ভাল কাজ করতে হলে নিজেদের চিন্তাকে বাস্তবায়ন করতে হলে সংগঠিত হতে হবে। সকলের কাছে সেয়ার করতে হবে তবেই এইসব জনকল্যান মূলক কাজ করা সম্ভব।শুধুমাত্র জয়দেবপুর রেলস্টেশন নয় পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশকে পরিস্কার পরিচ্ছন্ন সুজলা সফলা সবুজ বাংলা ঘরার লক্ষ নিয়ে বিডি ক্লিন কাজ করে যাচ্ছে। তিনি অারো বলেন নিজেদের জামা-কাপড় শুধু পরিস্কার থাকলে চলবে না, প্রতিটি মানুষ তাদের অর্ন্তরকে পরিস্কার করতে হবে। ট্রেনের টিকেট বিক্রির সময় কোন ধরনে কালো বাজারি করা যাবে না। কোন অবস্থাতেই ট্রেনের ছাদে ভ্রমন করা যাবে না। টিকেট ছাড়া ট্রেনে ভ্রমন করা থেকে বিরত থাকতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে।
গত শুক্রবার বিডি ক্লিন গাজীপুর কর্তৃক অায়োজিত জয়দেবপুর রেলস্টেশনকে বাংলাদেশের অন্যতম রেল স্টেশন হিসাবে গড়ে তুলতে ৯০ দিন ব্যাপি পরিচ্ছন্ন ক্যাম্পিংনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় অারো উপস্থিত ছিলেন জনাব, মো. অানোয়ার হোসেন, পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন, জনাব এস এম তারিকুল ইসলাম, জেলা প্রশাসক গাজীপুর, জনাব শামসুনন্নাহার পিপিএম, পুলিশ সুপার, গাজীপুর। অামিনুল ইসলাম তিতাস, উপদেষ্টা বিডি ক্লিন গাজীপুর, এছাড়া গাজীপুর জেলা ও উপজেলা পর্যায়ের ৫০০ শতাধিক বিডি ক্লিন সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে মন্ত্রি মহোদয় নিজ হাতে রেল লাইন থেকে ময়লা পরিস্কার করে কাজের শুভ সুচনা করেন। পরবর্তিতে বিডি ক্লিন সদস্য গন জয়দেবপুর রেল স্টেশনে পড়ে থাকা ময়লা অাবর্জনা পরিস্কার করে একটি সুন্দর পরিবেশ তৈরি করেন। পাশাপাশি রেল স্টেশনে অাসা যাত্রীদের কে যেখানে সেখানে ময়লা না ফেলে নির্ধারিত স্থান ডাস্টবিনে ময়লা ফেলার প্রতি অাহবান জানান। পরিশেষে সভাপতি সকলকে ধন্যবাত জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।