শনিবার, ১২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » আবরারের পরিবার যে দলই করুক, অপরাধীদের বিচার পেতেই হবে -মুক্তিযুদ্ধা মন্ত্রী
আবরারের পরিবার যে দলই করুক, অপরাধীদের বিচার পেতেই হবে -মুক্তিযুদ্ধা মন্ত্রী
তৈয়বুর রহমান(গাজীপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের পরিবার যে দলই করুক না কেন, হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি আরো বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ মেধাবী শিক্ষার্থী ছিল। সে জামায়েত করতো নাকি শিবির করতো সেটি বড় কথা নয়, সে একজন বাংলাদেশের নাগরিক। তাকে যে নির্মমভাবে হত্যা করেছে সেটি একটি জঘন্যতম অপরাধ। অপরাধীরা যে দলই করুক না কেন, শাস্তি তাদের পেতে হবে। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া আওয়ামী লীগের উপজেলা কাউন্সিল সম্মেলন অনুষ্ঠানে এসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ, গাজীপুর-৪ আসনের সাংসদ সিমিন হোসেন রিমি|
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঃ জনাব মোঃ আক্তারুজ্জামন সাবেক এমপি ও সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও চেয়ারম্যান, জেলা পরিষদ, গাজীপুর। জনাব ডা. মোঃ আব্দুল কাদের, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, গাজীপুর জেলা। এ্যাডভোকেট মোঃ আজমতউল্লাহ খান, সদস্য, আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নিবার্হী সংসদ ও সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, গাজীপুর মহানগর।জনাব মোঃ কাজী মোশারফ হোসেন বাবুল, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, গাজীপুর জেলা শাখা। অ্যাডভোকেট মোঃ রেজাউর রহমান লস্কর(মিঠু)সাংগঠনিক সম্পাদ, বাংলাদেশ আওয়ামীলীগ, গাজীপুর জেলা, অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, চেয়ারম্যান, কাপাসিয়া উপজেলা পরিষদ। ও কাপাসিয়া এলাকার আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তিনি আরো বলেন সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা সংস্করণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিন বদলের স্বপ্ন মিশন ২০৪১ এবং সর্বোপুরি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে যারা বিভিন্ন মিটিং ও কার্যক্রমে যাদের গুরুত্ব পূর্ন ভুমিকা রয়েছে এবং দলের প্রতি গভীর ভালবাসা, নিস্বার্থ ত্যাগি কর্মী ও দলের প্রতি নিবেদতি প্রাণ তাদের দ্বারাই আজকের আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।এই কমিটিতে কোন ধরনের স্বজন প্রীতি বা টাকা দিয়ে পদ পাওয়ার সুযোগ নেই।