রবিবার, ২০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফল স্থগিত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফল স্থগিত করা হয়েছে।
পক্ষকাল
রোববার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় এবং নোটিশের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করা হয়।
ফলাফল স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমেদ।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া ‘ক’ ইউনিটের ফল এক মাস পর আজ প্রকাশিত হলে বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করা যায়। অবশেষে অসঙ্গতির প্রমাণ পাওয়ার পর ফলাফল স্থগিত করে বিশ্ববিদ্যালয়।
আজকের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, পাসের হার ছিল ১৩.০৫ শতাংশ। অকৃতকার্য ৮৬.৯৫ শতাংশ।
পরীক্ষায় এক হাজার ৭৯৫ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৯৯৬। পরীক্ষায় অংশ নেন ৮৫ হাজার ৮৭৯।