সোমবার, ১২ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মোশাররফসহ বিএনপির চার নেতার বাসার কাছে ককটেল, গুলি
মোশাররফসহ বিএনপির চার নেতার বাসার কাছে ককটেল, গুলি
পক্ষকাল প্রতিবেদক :বিএনপির চার নেতার বাসার অনতিদূরে গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
পুলিশ বলেছে, একটি ঘটনা তাদের জানা থাকলে বাকি ঘটনাগুলো সম্পর্কে তেমন কিছুই জানেন না তারা।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, সোমবার সকালে গুলশান ৫৫ নম্বর রোডে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বাসার দুটি বাসা পরে রাস্তায় পার্কিং করা একটি গাড়ি লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা।
ওই গাড়িটি আগুন দেয়ারও চেষ্টা করা হয়। এ ছাড়া সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলির শব্দ পেয়ে পুলিশও পাল্টা গুলি করে। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গাড়িটি খন্দকার মোশাররফের পাশের বাসার একজন বাসিন্দার আত্মীয়ের বলে পুলিশ জানিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বাসার ঠিক কাছাকাছি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে দলটির একটি সূত্র। তবে পুলিশ এ বিষয়ে কিছু জানে না।
বিএনপি সূত্র জানায়, ড. মঈন খানের গুলশানের বাসা লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। রোববার রাত ১২টার দিকে গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের ৯ নম্বর বাসায় এই গুলি চালানো হয়।
গুলশান থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এসআই ফেরদৌস জানান, মঈন খানের বাসায় গুলির ঘটনা তাদের জানা নেই।
তবে রোববার রাতে ধানমন্ডিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বাসার সামনে গুলির শব্দ শোনা যায়।
ধানমন্ডি থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, অভিযোগ পেয়ে ১২/এ নম্বর সড়কে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বাসার সামনে যায় পুলিশ। তবে ঘটনাস্থলে গিয়ে গুলির কোনো আলামত পাওয়া যায়নি।
অপরদিকে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের চামেলীবাগের বাসায় ছয়টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
এসব ঘটনায় এখনো পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।