শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » খেলাধুলা | ব্রেকিং নিউজ » সাকিবকে চিঠি পাঠিয়েছে বিসিবি, হতে পারে কঠিন শাস্তি
প্রথম পাতা » খেলাধুলা | ব্রেকিং নিউজ » সাকিবকে চিঠি পাঠিয়েছে বিসিবি, হতে পারে কঠিন শাস্তি
৩৫৫ বার পঠিত
শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাকিবকে চিঠি পাঠিয়েছে বিসিবি, হতে পারে কঠিন শাস্তি

পক্ককাল নিউজ---


ইতোমধ্যে কেটে গেছে লাল-সবুজের ক্রিকেট আকাশের কালো মেঘ। অবসান ঘটেছে ধর্মঘটের, অনশনে অব্যাহতি দিয়ে পুনরায় মাঠে ফিরেছে আন্দোলনকারী ক্রিকেটাররা। তবে, ১৩ দফার রেশ কাটতে না কাটতেই আবারো উত্তাল বিসিবি।


বিসিবি প্রধান এক বিবৃতিতে জানান, সাকিবের কাছে জবাব চেয়ে পত্র দিয়েছে বিসিবি। প্রতিউত্তরে যথাযথ জবাব দিতে সে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠিন শাস্তির পদক্ষেপ নিবে বোর্ড।



 

গত মঙ্গলবার প্রায় ২ কোটি টাকার বিনিময়ে টাইগার ক্রিকেটের ‘পোস্টার বয়’ খ্যাত সাকিব আল হাসান দেশি টেলি কোম্পানি গ্রামীণফোনের ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হোন। বিসিবি তথা ক্রীড়া মন্ত্রালয়ের অনাপত্তিপত্র না নিয়ে এমনকি কাউকে না জানিয়েই এমনটা করেছেন সাকিব। তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণে বেশ চটেছেন নাজমুল হোসেন পাপন। আরেক দেশি টেলিকম কোম্পানি রবির সাথে যাত্রা শুরু করার পরে টেলিকম কোম্পানি প্রসঙ্গে এমন আইন জারি করেছে বিসিবি।


এই প্রসঙ্গে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিসিবি বস জানান, ‘আমরা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি। কাউকে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। আমরা ক্ষতিপূরণ দাবি করবো এখন। সেটি কোম্পানির কাছেও দাবি করবো, দাবি করবো খেলোয়াড়ের কাছেও। আমরা কি ছেড়ে দেবো নাকি? আমি বলে দিয়েছি, গ্রামীণফোনকে লিগ্যাল নোটিশ পাঠাও। বড় অঙ্কের ক্ষতিপূরণ চাও। বলেছি, চিঠি পাঠাও সাকিবকেও। আমাদের ব্যাখ্যা চাই। সে আইন ভঙ্গ করে গেল কেন? এখন সে যদি দেখাতে পারে যে আইন ভঙ্গ করেনি, ওকে তো বলার সুযোগ দিতে হবে। আমাদের কাছে ব্যাপারটিকে মনে হয়েছে, বোর্ডের কোনো নিয়ম-কানুন মানি না। এ রকম হলে কঠোর ব্যবস্থা নেবই।’


আসন্ন ভারত সিরিজের প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিনেও মাঠে দেখা যায়নি সাকিবকে। অনুপস্থিতির কারণ স্বরূপ   শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন সাকিব। পূর্বেও সাকিবের বিরুদ্ধে বহুল হটকারিতার অভিযোগ রয়েছে। তাই, টেস্ট চ্যাম্পিয়নশীপে অংশ নেয়ার আগে বাংলাদেশ শিবিরে মিললো আরো একটি দুঃসংবাদ।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)